সপ্তাহের প্রথম দিন, পড়েছে নতুন মাসও। তবে সোমবার সরকারি ছুটি থাকায় সকাল থেকে ট্রাফিকের চাপ অন্যদিনের তুলনায় অনেকটাই কম। যদিও শহরের একাধিক জায়গায় রয়েছে মিছিল মিটিং। ফলে ফুরফুরে আবহাওয়ায় লং উইকএন্ড উপভোগ করতে যারা বেরিয়ে পড়েছেন তাঁদের জন্য রইল ট্রাফিকের হাল হকিকত (Traffic Update Today)।

Traffic Update Today : একাধিক মিছিলে যানজটের আশঙ্কা শিয়ালদা থেকে ধর্মতলায়, কী জানাচ্ছে লালবাজার?

কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা?

কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, সোমবার সকাল থেকেই শহরে ট্রাফিকের চাপ কম। বেশিরভাগ এলাকাই যানজট মুক্ত রয়েছে। তবে বিকেল ৪টে নাগাদ এস এন ব্যানার্জি রোড থেকে একটি মিছিল রয়েছে। যা সি আর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, এসপ্ল্যানেড ক্রসিং হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। ফলে ওই সময় ধর্মতলা চত্বরে যান চলাচলের গতি কিছুটা স্লথ হতে পারে।

Kolkata Traffic : স্কুল খুলতেই যানজটের আশঙ্কা! কী বলছে শহরের ট্রাফিক আপডেট
গত দু’দিন ধরেই কলকাতা শহরের আবহাওয়া মনোরম। ঝড়-বৃষ্টি এবং কালবৈশাখীর পরিস্থিতি শহরে। ফলে রাস্তায় বেরিয়ে প্যাচপ্যাচে আবহাওয়ায় গলদঘর্ম অবস্থা হচ্ছে না নিত্যযাত্রীদের। শনি এবং রবিবার যাদের ছুটি ছিল তাঁরা মে দিবসের এই ছুটিকেও লং উইকএন্ড ধরে নিয়ে কলকাতার আশপাশে ছোটখাটো ট্রিপ সেরে ফেলছেন। মোটের উপর তাই কলকাতা শহরে যান চলাচল আপাতত স্বাভাবিক। এমনটাই জানাচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।

Rain In Kolkata : কালো মেঘে ঢাকা মহানগরে ঝোড়ো হাওয়া, স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা
এপ্রিল মাসের তীব্র গরমে বাস-অটো কিংবা ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরোতে নারাজ ছিলেন অধিকাংশ চালকরা। দুপুরের পর থেকে শহরের বহু রুটেই অটো-বাস ছিল অমিল। অনেকে ট্যাক্সি রাস্তায় বের করলেও যাত্রীরা হাঁক পাড়তেই নাকচ করে দিচ্ছিলেন। তাপপ্রবাহের মধ্যে কিছুতেই যাত্রী পরিবণে রাজি ছিলেন না তাঁরা। কিন্তু, গত তিনদিনের স্বস্তির বৃষ্টিতে সেই সমস্যা অনেকটাই মিটেছে বলে জানাচ্ছে শহরবাসী।

কলকাতায় সোমবারও রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। সন্ধ্যার পর থেকেই ঝেঁপে বৃষ্টি নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ফলে সন্ধ্যার পর যারা ছুটি উপভোগ করতে শহরের আনাচে কানাচে ঘোরার পরিকল্পনা করে রেখেছেন, তারা আবহাওয়ার আপডেট জেনে তবেই ঘর থেকে বের হন। সন্ধ্যার পর খামখেয়ালি আবহাওয়া আপনার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিতে পারে।

চলতি সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে তীব্র তাপপ্রবাহে ট্রাফিক জ্যামে আটকে থাকার অবকাশ আর হবে না বলেই মনে করা হচ্ছে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version