এই সময়, মেদিনীপুর: পুরসভার দেওয়া শংসাপত্রে জীবিত ব্যক্তির নামের আগে লেখা ‘মৃত’। আবার শংসাপত্রের শেষে তাঁর জীবনের সাফল্য কামনা! শোরগোল পড়েছে পুরসভা থেকে ইস্যু করা এই শংসাপত্র নিয়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভায়। পুরকর্মী ও পুরপ্রধানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

West Bengal BJP : বিজেপির কার্যালয় ভোলবদলে হচ্ছে রেস্তরাঁ
ঘাটালের বাসিন্দা শেখ মইদুল ইসলাম একটি মসজিদে মোয়াজ্জেমের জন্য পুরসভায় সার্টিফিকেট নিতে গিয়েছিলেন। তাঁকে যে সার্টিফিকেট দেওয়া হয়, তাতে তাঁর নামের আগে লেখা মৃত (লেট)। যা দেখে তিনি নিজেই অবাক! শংসাপত্রে শেখ মইদুল ইসলামের নামের আগে লেখা রয়েছে ‘লেট’।

West Bengal Scam News: ‘দলের কয়েকজন চুরি করছে, তার দায় দিদিকে নিতে হচ্ছে!’ দুর্নীতির কথা কবুল তৃণমূল বিধায়কের
জীবিত ব্যক্তিকে মৃত লিখে দেওয়ায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ঘাটাল পুরসভা থেকে দেওয়া সেই শংসাপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘাটাল পুরসভার পুরপ্রধান তুহিনকান্তি বেরা বলেন, ‘ওটা অনিচ্ছাকৃত ভুল। নজর এড়িয়ে চলে গিয়েছে। এই ধরনের ভুল আর যাতে না হয়, তা দেখা হবে।’

Kolkata Municipal Corporation : অনলাইনে সম্পত্তিকর জমা দিতে গিয়ে সমস্যা
যাঁর নামে এই সার্টিফিকেট, সেই শেখ মইদুল ইসলাম বলেন, ‘একটি মসজিদে মোয়াজ্জেমের জন্য পুররসভায় সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। কিন্তু পুরপ্রধানের স্বাক্ষর করা যে সার্টিফিকেট আমাকে দেওয়া হয়, তাতে আমার নামের আগে মৃত (লেট) লেখা আছে। অথচ আমি দিব্যি বেঁচে আছি। এমন কাজকর্ম দেখে আমি অবাক।’

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘পুরসভার যে কর্মী ওই সার্টিফিকেটটি টাইপ করেছেন, তাঁর যোগ্যতা কী? তিনি কত টাকা দিয়ে কাকে ধরে চাকরি পেয়েছেন, তা দেখতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version