West Bengal News : ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও দৃঢ হোক, এই বার্তা নিয়ে এবং দুই দেশের মানুষকে আরও কাছাকাছি আনতে পায়ের তলায় চাকা লাগিয়ে বাংলাদেশ রওনা দিলেন এক যুবক ও এক বালক। কি সেই বার্তা? তীব্র উষ্ণায়নে ভুগছে গোটা দেশ। পরিবেশবিদরা বলছেন, “মাত্রাতিরিক্তভাবে গাছ, জঙ্গল কাটার ফলেই ধীরে ধীরে তীব্র গরমের ভয়াবহতার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। আমাদের প্রত্যেকের উচিত নতুন নতুন চারাগাছ লাগিয়ে পরিবেশকে সতেজ রাখা”।

India China Border : সীমান্ত সমস্যা মেটাতে ভারতকে বার্তা চিনের, দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির পরামর্শ
এবারে গাছ লাগান প্রান বাঁচান,অর্থাৎ Save Tree Safe Life এই বার্তা নিয়ে অভিনবভাবে স্কেটিং করে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে রওনা দিলেন কলকাতা অদূরের শ্যামনগরের একজন যুবক ও একজন বালক। আজ ১লা মে সকালে শ্যামনগর বাসুদেবপুর এলাকা থেকে স্কেটিং করে তাঁরা রওনা দিলেন বাংলাদেশের ঢাকা শহরের উদ্দেশ্যে।

Hooghly News : মেরুদণ্ডের সমস্যা কেড়ে নিয়েছে ক্রিকেট-যোগাসন ফিরিয়েছে জীবন, অবাক করবে কৃষ্ণার কাহিনী
তাঁদের দেখা গেল সাইকেল চালিয়ে রওনা দিতে বাংলাদেশের উদ্দেশ্যে। পুরো টিমটিকে শুভেচ্ছা জানাতে বাসুদেবপুর মোড়ে পৌঁছে গিয়েছিলেন বহু মানুষ সহ তৃণমূল কাউন্সিলর তথা ভাটপাড়া পুরসভার সিআইসি অরুণ ব্রহ্ম। তিনি বলেন, “একটি মহৎ উদ্দেশ্যে তাঁরা আজ রওনা দিলেন।

Nadia News : অপেক্ষা অর্থ মঞ্জুরের, শিঘ্রই শুরু হবে অত্যাধুনিক স্থল বন্দর নির্মাণের কাজ
তাঁদের শুভেচ্ছা জানাতে এলাম। এরকম অভিনব কায়দায় সচেতনতার বার্তা দিতে আগে দেখিনি”। স্কেটিং করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ায় ওই তিনজনকে শুভেচ্ছা জানালেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর বার্তা দিয়েই তাঁদের এই যাত্রা।

Bankura News : বন্যপ্রাণী হত্যা-জঙ্গলের সুরক্ষা বৃদ্ধিই লক্ষ্য, পথ নাটিকার মাধ্যমে সচেতনতার প্রচার বাঁকুড়ায়
ওই যুবকের নাম সন্দীপ মান্না। তিনি বলেন, “গাছ বাঁচানোর সচেতনতার বার্তা ছড়াতে আমি আর আমার ছাত্র এই যাত্রা শুরু করছি আজ। আমার ছাত্রের বাবাও আমাদের এই যাত্রায় সামিল হয়েছেন। যে হারে গরম বাড়ছে তাতে আরও বেশি বেশি করে গাছ লাগানো দরকার।

আমরা আমাদের যাত্রা পথে এই বার্তাই দেব দুই দেশ জুড়ে। সেই সঙ্গে লক্ষ্য থাকবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক মজবুত করার”। সন্দীপের সঙ্গে যে বালক এই যাত্রা করছে তাঁর নাম কৃষ্ণ ঘোষ। দশ বছরের এই বালক জানায়, সে এই প্রথম এই ধরনের কোনও যাত্রায় অংশ নিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version