এবার প্রতারণার ফাঁদে খোদ পুলিশ কর্মী। পুরুলিয়া জেলার কোটশিলা থানা এলাকার বাসিন্দা এক পুলিশ কর্মীর প্রতারিত হওয়ার খবর মিলল। প্রতারকের ফাঁদে পড়ে খোয়ালেন প্রায় আড়াই লাখ টাকা। প্রতারিত পুলিশ কর্মী বর্তমানে পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে কর্মরত।জানা গিয়েছে, পুরুলিয়া জেলার কোটশিলা থানা এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মী তাঁর বাবার নামে একটি নামী রং কোম্পানির ডিলারশিপ নিতে চাইছিলেন। এই ডিলারশিপ নিতে গিয়েই প্রতারিত হয়েছেন তিনি বলে অভিযোগ করেছেন। সোমবার পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি।

Cyber Crime : অনলাইন প্রতারণায় লাখ টাকা খোয়ালেন প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খন্ড থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

সেখানে ওই পুলিশ কর্মী দাবি করেছেন যে, ডিলারশিপ নিতে তিনি প্রথমে ইন্টারনেটে তথ্য খুঁজেছিলেন। পরে সেই বিষয়ে বেশ কিছু তথ্য সংগ্রহের পর এপ্রিল মাসের দু তারিখ তিনি গুগল থেকে খোঁজ পাওয়া ওই রং কোম্পানির মেইল আইডি ও ফোন নম্বরে যোগাযোগ করেন। সেখানে দেওয়া ফোন নম্বরে ফোন করে তিনি কথাও বলেন। পুলিশকর্মীর দাবি, যে ব্যক্তি ফোনে কথা বলেন তিনি নিজেকে ওই রং কোম্পানির প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিলেন। এরপর ওই ব্যক্তি রেজিস্ট্রেশন ফি ও সিকিউরিটি ডিপোজিট বাবদ একটি বড় অঙ্কের টাকা জমা দিতে বলেন।

Online Shopping Cyber Crime: অনলাইন শপিংয়ে পার্সেল ডেলিভারি নামে প্রতারণার ফাঁদ! আট লাখ খোয়ালেন ব্যবসায়ী

প্রতারিত পুলিশ কর্মী জানিয়েছেন, নির্দেশমতো ওই ব্যক্তির দেওয়া দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর বাবার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে দু লাখ ২৪ হাজার টাকা পাঠিয়ে দেন। ওই পরিমাণ টাকা পাঠানোর পর উলটোদিক থেকে আরও টাকা পাঠাতে বলা হয়। কিন্তু, রঙের ডিলারশিপ এর কাজের কোনও অগ্রগতি হয়নি। তখনই সন্দেহ হয় ওই পুলিশ কর্মীর। তখন তিনি ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই অ্যাকাউন্টগুলি রং কোম্পানির নয়। বরং সেগুলি অন্য ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট । তখন তিনি বুঝতে পারেন যে, তারা প্রতারণার শিকার হয়েছেন।

Cyber Crime : বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও টাকা ফেরতের আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপারেশন ) চিন্ময় মিত্তল বলেন, ” আমরা অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় কেস করেছি , ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে প্রতারকরা যেহেতু প্রতারণার নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন, তাই জনগণকে আমরা বলব খুব সাবধানে লেনদেন সংক্রান্ত কাজ গুলি করুন। “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version