Uttar 24 Pargana : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেনে করে উত্তরবঙ্গ যাত্রা নিয়ে তুমুল কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আজ বুধবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন তিনি।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উত্তরবঙ্গে এবং জঙ্গলমহলে তিনি বারেবারে যাচ্ছেন। কারণ তৃণমূল কোথায় আছে, দেখতে যাচ্ছেন। নদিয়া, মুর্শিদাবাদে যান না। জানেন এগুলি মারপিট করে জিতে নেবেন। যদিও উত্তর থেকে দক্ষিণ, তৃণমূল উপড়ে গিয়েছে। মানুষ ঠিক করেছে, একটা আসনও দেবে না। তাও চেষ্টা করছে। নিজের লোকেরাই লুঠপাট করে নিয়েছে। জনসংযোগ করে আর কি লাভ? এবার ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।”

Dilip Ghosh Justice Abhijit Ganguly: ‘একটা চক্রান্তের গন্ধ সবাই পাচ্ছেন…’, বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মন্তব্য দিলীপের
দিলীপ এদিন কথা বলেন আজকের ময়না বনধ নিয়েও। তিনি বলেন, “যেভাবে আমাদের কর্মীরা টার্গেট হচ্ছেন, তাতে আমরা এভাবেই প্রতিবাদ করব। সাধারণ মানুষ ভয়ে আছেন। এটা আমাদের গণতান্ত্রিক প্রতিবাদ।”

তৃণমূল মহিলা কংগ্রেসের ধরনা নিয়ে দিলীপ বলেন, “একবার শ্যামাপ্রসাদের মূর্তির নিচেও বসুন। তাহলে যদি কিছু হয়। গান্ধী মূর্তির নিচে বসে হল না। আম্বেদকার মূর্তির নিচে বসেও হয়নি। পার্লামেন্টে শীতের সময় আম্বেদকর মূর্তির নিচে বসে রোদ পোহালেন। কি হল? ওনারা কর্মসূচি ঘোষনা করেন। কিন্তু কাজের কাজ কোথাও হয় না।”

Dilip Ghosh : ‘কোটি টাকার তাঁবু লাগাচ্ছেন! আর মানুষের বাড়িতে খাবার নেই’, অভিষেককে তোপ দিলীপের
দিলীপ ঘোষ এদিন কথা বলেন দণ্ডি কাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর অপসারণ নিয়েও। বলেন, “যিনি দণ্ডি কাণ্ড করালেন, তাকে কি পুলিশ গ্রেফতার করেছে? তাকে পদ থেকে সরানো হয়েছে। তিনি যে সামাজিক অপরাধ করেছেন, আদিবাসীদের যেভাবে অপমান করেছেন, তার জন্য তো আইন আছে। তাঁকে কিছু না করে চাপা দিতে অন্য কাউকে ধরে নিয়ে আসা হয়েছে। আগে তাঁকে জেলে ঢোকানো হোক। মানুষ ওদের ডোন্ট কেয়ার করে দিয়েছে। তাই রাস্তায় নামতে হচ্ছে। BSF যখন গোরু পাচারকারীকে গুলি করে, তখন তার বাড়িতে অভিষেক গিয়ে চোখ মুছিয়ে দেন। আর ওদের পুলিশ যাদের গুলি চালিয়ে হত্যা করে, তাদের শান্তনা দিতে কেন যান না? জানেন, গেলে পরিণাম কি হবে।”

Dilip Ghosh Abhishek Banerjee:’২৪-এ লোকসভার পর দেখা যাক পার্টিটা থাকে কিনা…’, অভিষেকের ২৬-এর টার্গেটের পালটা দিলীপ
সম্প্রতি ফের বিরোধী ঐক্যে শান দিতে শুরু করেছেন মমতা। সেই নিয়ে কটাক্ষ করে দিলীপ বলেন, “উনি এখান থেকে বার্তা দিচ্ছেন। একবার ওখানে গিয়ে দেখুন কি অবস্থা। কাল সবচেয়ে বড় নেতা শরদ পওয়ারের উইকেট পড়ে গিয়েছে। নীতিশ বাবু কি করবেন জানি না। প্রতি ভোটে তার আসন কমছে। উনি স্বপ্ন দেখছেন, আর পায়ের তলায় মাটি নেই। এমন লোকও প্রধানমন্ত্রী হতে চাইছে, যার হাতে একটাও সাংসদ নেই। এই ধরনের ড্রামা প্রতি ইলেকশনে হয়। মমতা বেশি লাফালাফি করছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version