বুধবার নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শনে যান হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ জৈন। রেল সূত্রে জানা গিয়েছে, দেশের ১২৭৫ স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৯৪টি স্টেশন রয়েছে এই রাজ্যের। আর তার মধ্যেই অন্যতম নবদ্বীপ ধাম স্টেশন। বছরভর সেখানে পর্যটকদের ভিড় থাকে। তাই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনে একাধিক যাত্রী নিবাস তৈরির পরিকল্পনা করা হয়েছে রেলের পক্ষ থেকে, জানা গিয়েছে এমনটাই।
অতিরিক্ত বুকিং কাউন্টার থেকে শুরু করে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডের সংস্কার, প্লাটফর্মের আধুনিকীকরণ, চলমান সিঁড়ি তৈরির পরিকল্পনা রয়েছে রেলের। পাশাপাশি যাত্রীদের বসার জন্য রাখা হবে অতিরিক্ত চেয়ার।
উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রীদের সামলানোর জন্য প্রায় ৪০ ফুট চওড়া ফুট ওভারব্রিজ নির্মাণের কথা জানিয়েছেন রেলওয়ে ডিভিশন ম্যানেজার। অতি দ্রুত এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাওড়া ডিভিশনাল ম্যানেজার মণীশ জৈন। স্বাভাবিকভাবেই খুশি নিত্যযাত্রীরা। এর নিত্যযাত্রী বিমল ভৌমিক বলেন, “অবশ্যই নিজের এলাকার উন্নতি হলে প্রত্যেকেরই ভালো লাগে। যদি আমাদের স্টেশনের উন্নতি হয় সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি হব।”
অপর এক নিত্যযাত্রী বলেন, “আমাদের স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা প্রাথমিকতা। এতে যাত্রীদেরও উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে। তবে অন্যান্য পরিষেবাগুলি চালু হলে বহু মানুষের উপকার হবে। চলমান সিঁড়ি চালু হলে বহু প্রবীণের সমস্যা মিটবে।”
স্থানীয় এক বাসিন্দা বলেন, “যদি স্টেশনটির উন্নয়ন হয় সেক্ষেত্রে এলাকাবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। পর্যটকদের জন্যও তা স্বাচ্ছন্দ্যের। এলাকাবাসী তাতে উপকৃত হতে চলেছে।”
উল্লেখ্য, যাত্রীদের যাতে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় সেজন্য অমৃত ভারত প্রকল্পে একাধিক স্টেশনের উন্নয়নের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে ‘অমৃত ভারত’ প্রকল্পের উল্লেখ ছিল। যেখানে দেশের ১২৭৫ টি স্টেশনকে এই তালিকার আওতাভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।