West Bengal Weather Update কবে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোকা? বাংলায় এর কী প্রভাব পড়তে চলেছে? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার এই প্রসঙ্গে নয়া তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৬ তারিখ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেই ঘূর্ণাবর্ত ৭ তারিখ নাগাদ পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং ৮ তারিখ তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর দিকে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

Cyclone Mocha : মোচা না মোকা! নয়া ঘূর্ণিঝড়ের আসল নাম কী?
এর প্রভাবে আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে আন্দামানের উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দিনের তাপমাত্রা বাড়তে চলেছে। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মোকা ঠিক কোথায় আছড়ে পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। নিম্নচাপ তৈরি হওয়ার পর তার গতিপথ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তা এখনও স্পষ্ট নয়।

Mocha Cyclone Live : ঘূর্ণিঝড়ের আগেই ফের বাংলার তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি! বড় আপডেট হাওয়া অফিসের
এদিকে সাইক্লোন মোকার জন্য অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই পূর্বাভাসের কথা জানিয়েছে IMD। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “পরিস্থিতির উপর প্রত্যেক মুহূর্তে নজর রাখা হচ্ছে। নিম্নচাপ তৈরি হওয়ার পর কোন পথে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে তা বলা সম্ভব।”

ইতিমধ্যেই মোকার মোকাবিলায় তৎপর ওডিশা প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নবীন পট্টনায়েক। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলাদেশেও শুরু হয়েছে তৎপরতা।

Cyclone Mocha Named By : ফণী-আমফান-ইয়াসের পর এবার ঘূর্ণিঝড় ‘মোকা’! কারা দিল এই নাম?
জানা গিয়েছে, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলির উপরেও প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে আগে থেকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। উল্লেখ্য, মোকা নামটি রেখেছে ইয়েমেন। এই নামের সঙ্গে কফির যোগ রয়েছে। ইয়েমেনের একটি বন্দরের নাম মোখা। সেখান থেকেই এই নামটি এসেছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version