উত্তপ্ত ময়না পরিদর্শনে জাতীয় এসসি কমিশন। বিজেপি বুথ সভাপতির খুনের ঘটনাকে ঘিরে আজও ক্ষোভে ফুঁসছে বাকচা। মৃত বুথ সভাপতির বিজয়কৃষ্ণ ভুঁইয়ার পরিবার পুলিশের সামনেই তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। সাফ জানান পুলিশি নিস্ক্রিয়তাতেই খুন বিজয়কৃষ্ণ। একইসঙ্গে জাতীয় এসসি কমিশনের প্রতিনিধির সামনে তফসিলি জাতির উপর অত্যাচারের অভিযোগও করা হয়। BJP-এর তরফে কমিশনে জানানো হয় অভিযোগ।Moyna BJP Leader Death: ময়নায় বিজেপি বুথ সভাপতি খুনে গভীর রাতে গ্রেফতার তৃণমূল নেতা

বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের আড়াইদিনের মাথায় এদিন অকুস্থল পরিদর্শনে বাকচায় যান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। সংবাদ মাধ্যমের সামনেই ময়না থানার আইসিকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। প্রশ্ন করেন, ”SP কোথায়? আমি এসপিকে থাকার কথা বলেছিলেন তিনি আসেননি কেন? তিনি জানেন না খুন ও ধর্ষণের তদন্তে সঙ্গে থাকতে হয়!” একইসঙ্গে খুনের জায়গা অরক্ষিত থাকা নিয়েও তিরস্কার করেন অরুণ হালদার। তাতে তথ্যপ্রমাণ নষ্টের সম্ভাবনা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Moyna BJP Leader Death: বিজেপি নেতাকে খুনের অভিযোগে রণক্ষেত্র ময়না, রাস্তায় বসে বিক্ষোভ অশোক দিন্ডার
ময়নার বাকচায় এস টি কমিশনার অরুন হালদার গ্রামে এসে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুর তদন্তে এসে সারা এলাকা ঘুরে দেখার পর ফিরে যাওয়ার সময় ময়না থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এক প্রকার পুলিশকে দৌড় করাল গ্রামবাসীরা। গোড়ামহাল স্কুলে পুলিশের ক্যাম্প থাকা সত্ত্বেও কেন এমন ফুল হলো তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন গ্রামবাসীরা। যে কারণে এলাকায় পুলিশি পাহারা তুলে দিয়ে মৃত্যুর সিবিআই তদন্ত এবং কেন্দ্রীয় টিম দেওয়ার আবেদন জানালেন গ্রামবাসীরা। ‌

Moyna Bandh : ময়নায় ১২ ঘন্টার বনধ ঘিরে উত্তেজনা

অন্যদিকে, এদিন সকালে নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া দেহ ছাড়তে দেরি হওয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে আদালতের নির্দেশে ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া দ্বিতীয় বারের জন্য ময়না তদন্ত করা জন্য তমলুক জেলা হাসপাতাল থেকে দেহ পাঠানো হচ্ছে। কেন্দ্রী কমান্ড হাসপাতালে দ্বিতীয় বার ময়না তদন্ত হবে। আদালতের নির্দেশ ময়না তদন্তের রিপোর্ট ময়না থানায় জমা করতে হবে।।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version