এই সময়: পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘর ছাড়াদের অবিলম্বে ফেরাতে গুচ্ছ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানান, দীর্ঘদিন যাঁরা ঘর ছাড়া, তাঁদের ফেরাতে উদ্যোগী হতে হবে পুলিশকেই। তবে যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রে আইনি পদক্ষেপেও ছাড়পত্র দেওয়া হয়েছে পুলিশকে।

Justice Rajasekhar Mantha : ‘৫৩ জন বিচারপতি আছেন, এই এজলাসে দীর্ঘ শুনানির সময় নেই’, শুভেন্দুর ২ মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা
২০২১-এর বিধানসভা ভোটের পর থেকে খেজুরির শেরখাঁচক এলাকার বারাতলার জনা ৬১ বিজেপিকর্মী ঘর ছাড়া বলে অভিযোগ। তাঁদের একাধিক বার ঘরে ফেরানোর চেষ্টা হলেও তা সফল হয়নি। বিজেপির অভিযোগ, শাসকদলের হুমকির ফলে অনেকেই ঘরে ফিরতে পারছেন না। এলাকায় বোমাবাজির অভিযোগও রয়েছে।

West Bengal DA Protest : ‘শাসকদলের ক্ষেত্রেও আপত্তি?’ DA-মিছিলের অনুমতি দিয়ে পুলিশকে পালটা প্রশ্ন বিচারপতির
সোমবার শুনানিতে বিচারপতি মান্থা নির্দেশ দেন, ঘর ছাড়াদের ফেরাতে উদ্যোগী হতে হবে রাজ্যকেই। যেহেতু এলাকায় বিস্ফোরণের অভিযোগ রয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ধারাও যুক্ত করতে হবে পুলিশকে। আজ, মঙ্গলবারই পুলিশকে ঘর ছাড়াদের ফেরাতে নির্দেশ দিয়ে এলাকায় নিরাপত্তার জন্যে অন্তত আটজন কনস্টেবল মোতায়েনে কথা বলেছে আদালত।

Calcutta High Court : ‘স্বরাষ্ট্রসচিবকে তলব করলে দেখব কী করেন’, ময়নাকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র
এলাকায় সিসি ক্যামেরাও লাগাতে। এবং মামলা চলাকালীন যাতে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট না হয়, তাও নিশ্চিত করতে হবে পুলিশকে। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, ‘পরিস্থিতি উপলব্ধি করেই কোর্ট এমন নির্দেশ দিতে বাধ্য হলো।’ সরকারি আইনজীবী বলেন, ‘যাঁরা বাড়িতে নেই, তাঁদের কারও কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, কেউ আবার ভিন্‌ রাজ্যে কাজ করেন।’ আদালত নির্দেশ দেয়, যাঁদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পুলিশ আইনত পদক্ষেপ করতে পারবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version