West Bengal News : শববাহী গাড়িতে লেখা রয়েছে প্রাক্তন বাম সাংসদের নাম। তাঁরই সাংসদ কোটায় কেনা হয়েছিল গাড়ি। আর এই গেরোয় গড়াচ্ছে না শবাবাহী যানের চাকা! জঙ্গলে অবহেলায় পড়ে রয়েছে এলাকার একমাত্র শববাহী যানটি। পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এমনই অভিযোগ এলাকার বাসিন্দা সহ প্রাক্তন সাংসদের প্রতিনিধির। যদিও যাঁদের উপর শববাহী যানের দায়িত্ব রয়েছে তাঁদের দাবি, অবহেলা নয়, ভাড়া হয়না তাই চলে না। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের। সরকারি টাকায় কেনা শববাহ যান জঙ্গলে পড়ে অবহেলায় ধুঁকছে।

Abhishek Banerjee: বাড়িতে আসবেন অভিষেক, কোথায় বসতে দেবেন-কী খাওয়াবেন ভেবেই পাচ্ছেন না শিক্ষারত্ন পাওয়া শিক্ষক
পরিষেবা পাচ্ছেন না স্থানীয় মানুষ। শববাহ যানটি রক্ষনাবেক্ষনের জন্য দেওয়া হয়েছিল রানিনগর-১ নম্বর ব্লকের ইসলামপুর ব্যবসায়ী কল্যান সমিতিকে। বাম সাংসদ কোটার টাকায় কেনা বলেই চাকা গড়েনি দীর্ঘদিন, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশের। তাঁদের দাবি, শববাহ যানে লেখা রয়েছে CPIM সাংসদের নাম।

তার জেরেই এতো অবহেলা। সুযোগ থাকতেও পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। প্রাক্তন CPIM সাংসদের প্রতিনিধি ইকবাল হক বলেন, “গাড়িটি পরিষেবার জন্য চালাতে আমি বার কয়েক বলেছি ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক, কোষাধ্যক্ষদের। কিন্তু কোনও কাজ হয়নি।” ২০১৪ সালে ১১ নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে ১৮ হাজার ৪৫৩ ভোটে CPIM-এর প্রতীকে জয়ী হন বদরুদ্দোজা খান।

সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে সাংসদ কোটায় সাড়ে দশ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর ব্যবসায়ী কল্যান সমিতির হাতে তুলে দিয়েছিলেন শববাহী যানের চাবি। যথেষ্ট চাহিদা থাকায় নিয়মিত চলত স্বর্গরথ নামে শববাহী যানটি। এলাকার মানুষও পরিষেবায় সন্তুষ্ট ছিলেন। ২০১৯ সালে ওই কেন্দ্রে বদরুদ্দোজা খানকে পরাজিত করে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান।

Malda News : বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা না থাকায় জলসেচে সমস্যা ইসলামপুরে, খোদ মন্ত্রীর এলাকাতেই ক্ষুব্ধ চাষিরা
স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন শববাহী যানের চাকা গড়ায়নি। কারণ হিসাবে তাঁরা রাজনৈতিক জটিলতাকেই সামনে এনেছেন। ব্যবসায়ী কল্যান সমিতির প্রাক্তন সম্পাদক আয়ুব আলি বলেন, “আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন কোনও সমস্যা হয়নি। ২০২২ সালের মার্চ মাসে আমি সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার পর থেকেই জটিলতা তৈরি হয়েছে। জানিনা কেন চলে না। তবে ইসলামপুরে শববাহী যানের চাহিদা আছে একথা বলতে পারি।”

এর আগে শববাহী যান ইসলামপুর হাসপাতালে রাখা হত। নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামপুর নেতাজি পার্ক এলাকার এক বাসিন্দা বলেন, “শুধু মাত্র রাজনৈতিক ‘ইগোর’ কারনেই বন্ধ করে রাখা হয়েছে শববাহী যানটি। সেই রাজনৈতিক আকচাআকচির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারি সম্পত্তি কেন পড়ে পড়ে নষ্ট হচ্ছে তা দেখার দরকার স্থানীয় প্রশাসনের।”

প্রাক্তন বাম সাংসদের প্রতিনিধি ইকবাল হক বলেন, “আমার উদ্যোগেই শববাহী যান হয়েছে। তাই আমি ওদের প্রস্তাব দিয়েছি, যদি চালাতে না পারে তাহলে BDO-র হাতে তুলে দেওয়া হোক।”

Sonali Guha Mamata Abhishek Banerjee : ‘অভিষেক আমার লেভেলের নয়….’, বিস্ফোরক মমতার প্রাক্তন ‘ছায়াসঙ্গী’ সোনালি
বর্তমানে গাড়িটির চাবি রয়েছে ব্যবসায়ী কল্যান সমিতির কোষাধ্যক্ষ নাজমুল হকের কাছে। নাজমুল বলেন, “গাড়িটি চালুই রয়েছে। ব্যবসায়ী কল্যান সমিতির অফিসের জায়গাতেই রয়েছে। ভাড়া হয়না তাই রাস্তায় নামে না।” তবে জঙ্গলে অবহেলায় পড়ে রয়েছে গাড়িটি, একথা মানতে চাননি নাজমুল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version