জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারত সরকারের মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। কর্মক্ষেত্রে গাম্ভীর্য থাকলেও সমাজ মাধ্যমে বেশ হাসি মজা করতেই ভালোবাসেন তিনি। মাঝেমধ্যে বেশ আকর্ষণীয় পোস্ট নজরে পড়ে স্মৃতি ইরানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। নানা ধরনের নজরকাড়া পোস্ট দিয়ে অনুরাগীদের মুখে হাসি ফোটাতে ভালোবাসেন মন্ত্রী। 

কিছুদিন আগে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। এই ভিডিয়ো বার্তায় বিয়ের পরামর্শ ছুঁড়ে দিলেন তিনি। ভিডিয়োটি জনপ্রিয় টিভি শো ‘তারক মেহতা কা উলটা  চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah) ধারাবাহিকের। যেখানে ধারাবাহিকের প্রধান দুটি চরিত্র জেঠালাল দিলীপ জোশী (Dilip Joshi) ও দয়াবেন দিশা ভাকানি (Disha Vakani) পরস্পরের সঙ্গে ঝগড়া করছেন। তবে ঝগড়া করলেও দৃশ্যটি গম্ভীর নয়, মজাদার। এই ধারাবাহিকে তাঁরা স্বামী, স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।   

স্মৃতি ইরানি ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, মোরাল অফ দ্য স্টোরি- যারা সাতপাকে বাঁধা পড়তে চলেছো তারা প্লিজ বাদাম খাও।

আরও পড়ুন: Shakib Khan: ‘বুবলীর সঙ্গে সব সম্পর্ক শেষ’! চূড়ান্ত সিদ্ধান্ত শাকিবের…

স্মৃতি ইরানির ভিডিয়ো বার্তার কমেন্টস সেকশনে নানান ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষজন। কেউ হেসেছেন, কারোর আবার মত অনুরাগীদের ভালোই পরামর্শ দিয়েছেন মন্ত্রী। আবার স্মৃতি ইরানির রসবোধ প্রসঙ্গেও প্রশংসা করেছেন মানুষজন।  

আরও পড়ুন: Kriti Sanon: চেয়ার না পেয়ে মেঝেতেই বসে পড়লেন কৃতি! কী এমন হল?

প্রসঙ্গত, ২০০০ সালে ‘কিঁউকি সাস ভি কাভি বাহু থি’ ধারাবাহিকের মাধ্যমে জনগণের  প্রশংসা কুড়িয়েছিলেন স্মৃতি ইরানি। পরবর্তীতে ২০০৩ সালে তিনি রাজনীতিতে যোগদান করেন।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version