West Bengal News : দমকলকে বলা হয় জরুরি পরিষেবা। কারণ, ডাকার সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। আর ডাক পড়লে পৌঁছেও যায় দমকলের ইঞ্জিন। কিন্তু এবার এর উলটো ঘটনা দেখা যাচ্ছে শিলিগুড়ি শহরে। আগুন লাগলে এখন ঘটনাস্থলে পৌঁছতে কালঘাম ছুটছে শিলিগুড়ির দমকল বাহিনীর কর্মীদের।

বৃহস্পতিবার শহরের এক ঘটনায় রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন বাসিন্দারা। শিলিগুড়ির যানজট নতুন কিছু নয়। কিন্তু সেই যানজটে এবার নাজেহাল হতে হচ্ছে দমকলকে। বৃহস্পতিবার শহরের যানজটে ফেঁসে গিয়ে আগুন নেভাতে গিয়ে প্রায় এক ঘণ্টা পর পৌঁছয় দমকল।

Fire in Balurghat : বালুরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২ টি দোকান, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এরপরই সেখানে স্থানীয় বাসিন্দারা ক্ষোভপ্রকাশ করেন। এদিন শিলিগুড়ির ঘোগোমালির কাছে ঘোগোমালি মেইন রোডে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। বাজার এলাকায় বাড়িতে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এদিন বেলা ১২ টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে।

আগুন লাগতেই স্থানীয়রা শিলিগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন। এদিকে অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছয়। দেড় ঘণ্টা পর আরও একটি ইঞ্জিন সেখানে পৌঁছয়। এদিকে ততক্ষণে বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরে থাকা সমস্ত জিনিস, কাগজ, টাকা পুড়ে যায়।

দমকল দেরিতে আসায় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। বাড়ি বাড়ি থেকে জলের বালতিতে জল নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। এদিকে দমকল পৌঁছনোর পর কর্মীদের সামনেই বিক্ষোভ দেখান বাসিন্দারা।

Nadia News : হোটেলে রান্না চলাকালীন আগুনের ফুলকি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০ লাখের আসবাব
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল এভাবে দেরিতে এলে কিভাবে হবে! দমকল দেরিতে আসায় পুরো বাড়িটি আগুনে পুড়ে গিয়েছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এত বড় বাড়িতে যেভাবে আগুন লেগেছিল, বালতি দিয়ে জল দিয়ে তা নেভানো সম্ভব ছিল না। দমকল ঠিক সময়ে এলে হয়ত বাড়িতে কিছু জিনিস বেঁচে যেত। এখন ওই পরিবার পুরোই নিঃস্ব হয়ে গেল।”

এদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার পর শিলিগুড়ি দমকল কেন্দ্রের স্টেশন ম্যানেজার অজিত ঘোষ বলেন, “যানজটের জন্য আসতে সময় লেগেছে। আগুন লাগার ফোন আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন দমকল কেন্দ্র থেকে বেরিয়ে পড়ে।”

Fire Incident : ডানকুনির প্লাস্টিক কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার জিনিস
এদিকে মাঝেমধ্যেই শিলিগুড়ি শহরে এভাবে যানজটে আটকে যাচ্ছে দমকলের ইঞ্জিন। দেখা যায় রাস্তায় গাড়ি এভাবে পার্কিং করা যে সেখান দিয়ে দমকলের ইঞ্জিন যেতে পারে না। আবার কোনও সময় যানজটে আটকে পড়ছে। অন্যদিকে ডাবগ্রামে দমকল কেন্দ্র থাকলেও সেখান থেকেও এদিন দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version