এই সময়: শহরের মধ্যে যে সমস্ত সেতু কেএমডিএ-র আওতায়, সেগুলির বর্তমান অবস্থা কেমন, তা জানতে আগামী সোমবার থেকে সেতুগুলি পরিদর্শনে যাবেন দপ্তরের কর্তারা। তাঁরা ঘুরে দেখে জানাবেন, কোন কোন সেতুর অবস্থা কেমন এবং সেই সেতুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে কিনা। এরপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সরকারি সূত্রে খবর।

Howrah Bridge : প্রায় মাসজুড়ে রাতে মেরামতির কাজ হাওড়া ব্রিজে, যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ
কেএমডিএ-র আওতায় যে সেতুগুলি রয়েছে, তা হলো, বাঘাযতীন সেতু, বিজন সেতু, দুর্গাপুর সেতু, করুণাময়ী সেতু, চেতলা সেতু, আম্বেদকর সেতু, শিয়ালদহ সেতু এবং চিৎপুর ক্যানাল। এর মধ্যে শিয়ালদহ সেতুর উপর দিয়ে প্রতিদিন সবচেয়ে বেশি যানবাহন চলাচল করে বলে কেএমডিএ-র দাবি।

Kolkata Municipal Corporation : ‘আসি যাই মাইনে পাই’ আর নয়! কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত পুরসভার
ঘটনা হলো, গত দু’বছরে প্রায় সব সেতুরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপও করা হয়েছে। বৃহস্পতিবার শহরের সেতুগুলি নিয়ে বৈঠকে বসেছিল কেএমডিএ। ওই বৈঠকে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, কেএমডিএ-র আওতায় থাকা সব সেতুর অবস্থা তুলনামূলক ভাবে ভালো। এখনই কোনও সেতু ভেঙে ফেলার প্রয়োজন নেই।

Kolkata Municipal Corporation : আমজনতার জলপান নির্বিঘ্ন করতে নয়া ব্যবস্থা পুরসভার
তবে কিছু কিছু সেতুর সামান্য মেরামতি প্রয়োজন। কেএমডিএ-র এক কর্তা জানিয়েছেন, অফিসাররা ঘুরে এসে যে রিপোর্ট দেবেন, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version