Kolkata Airport : মাঝ আকাশে মদ্যপান, গ্রেফতার ১ মহিলা যাত্রী – one female passenger arrested for misbehaving with fellow passengers by drinking in mid air


এই সময়: মাঝ আকাশে মদ্যপান করে সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হলেন এক মহিলা বিমান যাত্রী। বছর চল্লিশের ওই যাত্রীর নাম করমজিৎ কৌর। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে। রাত ১১ টা নাগাদ ইন্ডিগোর (৬ই ৬০০৫) বিমানে দিল্লি থেকে কলকাতায় আসছিলেন তিনি। অভিযোগ, মাঝ আকাশে মদ্যপান শুরু করেন ওই মহিলা। সহযাত্রীরা আপত্তি করলে তাঁদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেন। কেবিন ক্রু নিষেধ করলেও নাকি কর্ণপাত করেননি করমজিৎ।

Air India: মহিলা যাত্রীকে কাঁকড়াবিছের কামড়! মাঝ আকাশে হুলস্থূল
রাত ১টা নাগাদ বিমানটি কলকাতায় নামলে সংস্থার তরফে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফের কাছে নালিশ জানানো হয়। জওয়ানরা তাঁকে আটক করেন। মহিলা যাত্রী হওয়ায় রাতে তিনি টার্মিনালেই কাটান। বৃহস্পতিবার সকাল সাতটায় করমজিৎকে গ্রেপ্তার করে নিয়ে যায় এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ।

Pakistan Flight In Punjab : পঞ্জাবের আকাশে চক্কর পাক বিমানের! গতিবিধির উপর নজরদারি ভারতীয় বায়ুসেনার
অল্প সময় পরেই থানা থেকে জামিন পান তিনি। পুলিশ জানিয়েছে, মহিলার বাড়ি হরিয়ানাতে হলেও তিনি থাকেন দিল্লিতে। দিল্লি বিমানবন্দরে সিকিউরিটি চেকের পর একটি বিয়ারের বোতল কেনেন মহিলা। কিছুটা খাওয়ার পর বাকিটা তিনি হ্যান্ড ব্যাগে করে নিয়ে বিমানে ওঠেন। কিছুটা পথ পেরোনোর পরে সিটে বসেই বিয়ারে চুমক দিলে সহযাত্রীদের সঙ্গে বচসা বেধে যায়। যা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *