রাত ১টা নাগাদ বিমানটি কলকাতায় নামলে সংস্থার তরফে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফের কাছে নালিশ জানানো হয়। জওয়ানরা তাঁকে আটক করেন। মহিলা যাত্রী হওয়ায় রাতে তিনি টার্মিনালেই কাটান। বৃহস্পতিবার সকাল সাতটায় করমজিৎকে গ্রেপ্তার করে নিয়ে যায় এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ।
অল্প সময় পরেই থানা থেকে জামিন পান তিনি। পুলিশ জানিয়েছে, মহিলার বাড়ি হরিয়ানাতে হলেও তিনি থাকেন দিল্লিতে। দিল্লি বিমানবন্দরে সিকিউরিটি চেকের পর একটি বিয়ারের বোতল কেনেন মহিলা। কিছুটা খাওয়ার পর বাকিটা তিনি হ্যান্ড ব্যাগে করে নিয়ে বিমানে ওঠেন। কিছুটা পথ পেরোনোর পরে সিটে বসেই বিয়ারে চুমক দিলে সহযাত্রীদের সঙ্গে বচসা বেধে যায়। যা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।