এই সময়: আজ, শনিবার শহরে আসছেন সলমন খান। কলকাতায় অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই ‘ভাইজান’কে নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। এ দিন সন্ধ্যার অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে, সে জন্যে লালবাজারের তরফে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Salman Khan Kolkata Show : আর কত অপেক্ষা করাবে গুরু? সলমানকে দেখতে ভিড় বাড়ছে বিমানবন্দরে
পুলিশ সূত্রের খবর, সলমনের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ পুলিশকর্মী। শহরের পা রাখার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি দেখা করতে পারেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সলমনকে দই এবং মিষ্টি দিয়ে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে রাজ্যের।

পুলিশ জানিয়েছে, অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকছেন এক জন অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং ২ জন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, ৭ জন ডিসি-সহ ৭০০ পুলিশকর্মী। এরই পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Kolkata News : শহরে সুরক্ষা: আরও ৩ হাজার সিসি ক্যামেরা
শহরে এসে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে উঠবেন সলমন। কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে সন্ধ্যায় অনুষ্ঠান। আরও অনেক শিল্পীও আসছেন। সবার নিরাপত্তাতেই গুরুত্ব দিচ্ছেন পুলিশকর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version