শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনার পর ফের শনিবার ও রবিবার হাওড়া দক্ষিণ পূর্ব শাখায় বাতিল একাধিক ট্রেন। সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভার ব্রিজে শুরু হতে চলেছে জরুরি মেরামতির কাজ । এই কাজের দরুন দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল রেল। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগের অধীনে সাঁতরাগাছি স্টেশনে এই কাজ হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। এই জন্য বিজ্ঞপ্তি দিয়ে একাধিক ট্রেন বাতিল বলে ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল।Train News Sealdah: সাংসদের উদ্যোগে বর্ধমান-পানাগড় ও মানকরে বাড়তি ট্রেন, কবে শুরু পরিষেবা? জানুন

জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব খড়্গপুর শাখায় সাঁতরাগাছি চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে | যদিও শনিবার থেকেই আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে | পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে এবং রুট বদলেছে আরও চারটি ট্রেনের। ওই চারটি ট্রেন চলবে খড়্গপুর পর্যন্ত | এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ। বাতিল ট্রেনগুলির নাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।

Bardhaman Bandel Local : শক্তিগড়ে দুর্ঘটনায় সব দোষ চালকের বলে প্রশ্ন পূর্ব রেল কর্তৃপক্ষ

বাতিল হওয়া ট্রেনের তালিকা

১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর – হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখে বাতিল করা হয়েছে।
১৯০১১/১৮০১৩ হাওড়া – চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে।
১২৮১৪ টাটানগর – হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।
১২৮১৩ হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।

Howrah Bankura Train : লোকাল ট্রেনেই সোজা বাঁকুড়া থেকে হাওড়া, বরাদ্দ ৩৯ কোটি! কাজ শুরু কবে?

সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা

১২৮৬০ হাওড়া – মুম্বাই (CSMT) গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখে হাওড়া থেকে ৪:০৫ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর ২:০৫ মিনিট।
১২৮১০ হাওড়া – মুম্বাই (CSMT) মেল ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১২:২০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল ১৪ তারিখ রাত্রি ৯:৫০ মিনিট।
১২১৩০ হাওড়া – পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১:১০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল ১৪ তারিখ রাত্রি ১০:১০ মিনিট।
১২২৪৫ হাওড়া – স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ হাওড়া থেকে বেলা ১১:৫০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা ১০:৫০ মিনিট।

Vande Bharat Express: তারিখ কনফার্ম! হাওড়া-পুরী বন্দে ভারত উদ্বোধনের দিন জানাল রেল

রুট পরিবর্তন বা যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা

১৮০৪৪ ভদ্রক – হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।
১৮০৪৩ হাওড়া – ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।
১৮০০৪ আদ্রা – হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।
১৮০০৩ হাওড়া – আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।

Balurghat Electric Train : অবশেষে বালুরঘাটে পথ চলা শুরু ইলেকট্রিক ট্রেনের, উদ্বোধনে সুকান্ত

Howrah Bardhaman Line: হাওড়া-বর্ধমান শাখা বন্ধ ট্রেন চলাচল, দুর্ভোগ নিত্যযাত্রীদের

সাঁতরাগাছির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে ফুটব্রিজ দিয়ে রোজ হাজার হাজার যাত্রী চলাচল করেন। তাই যাত্রীদের সুরক্ষার্থে ফুটব্রিজেৃর জরুরি মেরামতির কাজের জন্য রেলে পদক্ষেপ। তবে এই কাজের জন্য যাত্রীদের যে চরম অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version