জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব খড়্গপুর শাখায় সাঁতরাগাছি চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে | যদিও শনিবার থেকেই আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে | পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে এবং রুট বদলেছে আরও চারটি ট্রেনের। ওই চারটি ট্রেন চলবে খড়্গপুর পর্যন্ত | এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ। বাতিল ট্রেনগুলির নাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর – হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখে বাতিল করা হয়েছে।
১৯০১১/১৮০১৩ হাওড়া – চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে।
১২৮১৪ টাটানগর – হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।
১২৮১৩ হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।
সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা
১২৮৬০ হাওড়া – মুম্বাই (CSMT) গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখে হাওড়া থেকে ৪:০৫ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর ২:০৫ মিনিট।
১২৮১০ হাওড়া – মুম্বাই (CSMT) মেল ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১২:২০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল ১৪ তারিখ রাত্রি ৯:৫০ মিনিট।
১২১৩০ হাওড়া – পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১:১০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল ১৪ তারিখ রাত্রি ১০:১০ মিনিট।
১২২৪৫ হাওড়া – স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ হাওড়া থেকে বেলা ১১:৫০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা ১০:৫০ মিনিট।
রুট পরিবর্তন বা যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা
১৮০৪৪ ভদ্রক – হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।
১৮০৪৩ হাওড়া – ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।
১৮০০৪ আদ্রা – হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।
১৮০০৩ হাওড়া – আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অব্দি চলবে।
সাঁতরাগাছির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে ফুটব্রিজ দিয়ে রোজ হাজার হাজার যাত্রী চলাচল করেন। তাই যাত্রীদের সুরক্ষার্থে ফুটব্রিজেৃর জরুরি মেরামতির কাজের জন্য রেলে পদক্ষেপ। তবে এই কাজের জন্য যাত্রীদের যে চরম অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল।