আরামবাগ লাইনে প্রায় দু ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, হুগলির দাদপুরে হাসনানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায় রাস্তার উপরে। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে স্থানীয় বাসিন্দা ও বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে রাস্তার উপর থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে যান। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিত্যযাত্রী তপন কুমার রানা বলেন, পাঁচটা দশের হাওড়া থেকে ছাড়ে আরামবাগ লোকাল। কোন্নগরে আসার পরেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ওভারহেড তারে কিছু ঝুলতে দেখা যায়। বাধ্য হয়ে রেললাইন ধরে হাঁটতে শুরু করে অনেকে। তবে রেল আধিকারিকদের দেখা মেলেনি ।
অপর এক ট্রেন যাত্রী সুভাষচন্দ্র পাল বলেন, হাওড়া থেকে ৫:১০ নাগাদ ট্রেনটি ছাড়ে। এরপরে হিন্দমোটর ও কোন্নগর স্টেশন এর মাঝামাঝি এসে দাঁড়িয়ে পড়ে ট্রেন ।প্রায় দু’ঘণ্টা একটানা দাঁড়িয়ে ছিল ট্রেন। ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে সমস্যার মধ্যে পড়ে যাত্রীরা।