আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ চত্বর থেকে ৩৪ টি আবর্জনা পরিবাহক গাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে তুলে দেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও এদিনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলা পরিষদের সেক্রেটারি হিমাদ্রি সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনরা।
এদিন বালুরঘাট ব্লকের অন্তর্গত পতিরাম, ভাটপাড়া ও চিঙ্গিশপুর পঞ্চায়েতের এই আবর্জনা পরিবহক গাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও বংশীহারী ব্লকের এলাহাবাদ, মহাবারী ও ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের হাতে এই গাড়ি তুলে দেওয়া হয়। গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েত, হরিরামপুরের ব্লকের পুনডরী, হিলির ধলপাড়া, কুশমণ্ডির মালিগাঁও গ্রাম পঞ্চায়েত, তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এবং কুমারগঞ্জের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের হাতে এই গাড়ি তুলে দেওয়া হয়।
মূলত এইসব পঞ্চায়েত এলাকার নোংরা আবর্জনা এই গাড়ির মাধ্যমে সংগ্রহ করা হবে এবং তা নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। এই ৩৪ টি গাড়ির জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তরফ থেকে ৫১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এই বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “এই বিষয়টি অনেকদিন ধরেই আলোচনা পর্যালোচনার মধ্যে ছিল। আজ তা পূরণ করা হল। এই গাড়িগুলি তুলে দিতে পেরে আমার ভালো লাগছে। সাধারণত এই ধরনের গাড়িতে আবর্জনা নিয়ে যাওয়া শহর এলাকাতে দেখা যায়। এবার থেকে গ্রাম এলাকাগুলিতেও এই পরিষেবা শুরু হল।”
জেলা পরিষদের সেক্রেটারি হিমাদ্রি সরকার বলেন, “আজ ১২ টি গ্রাম পঞ্চায়েতকে ৩৪ টি গাড়ি দেওয়া হয়েছে। পরবর্তীকালে আরও বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তালিকায় রয়েছে, যাদের এই গাড়ি প্রদান করা হবে। ধীরে ধীরে জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতেই এই গাড়িতে আবর্জনা নিয়ে আসার প্রচলন করা হবে।”