এই সময়, মালদা: কেএলও-র নাম করে ৫ লাখ টাকা দাবি করে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় মালদার হবিবপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিবপুরে পথশ্রী প্রকল্পে যুক্ত এক ঠিকাদারকে ওই চিঠি দেওয়া হয়। পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করলেও তাঁরা বাস্তবে কেএলও জঙ্গি কিনা তা এখনও পরিষ্কার নয়। মালদার হবিবপুরে গুহিনগর থেকে ভাবসা দুই কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রায় ৫৪ লাখ টাকা বরাদ্দ করে প্রশাসন।

Asansol News : মুখ ঢেকেই বিপদ ডেকে আনল! মদের দোকানে ডাকাতির ১২ ঘণ্টার মধ্যেই ধৃত অভিযুক্ত
সেই কাজের দায়িত্ব পেয়েছেন বুলবুলচণ্ডীর ব্যবসায়ী পূর্ণেন্দু কুণ্ডু। গত শনিবার রাস্তার কাজের জন্য তৈরি হওয়া ওই অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন দুই যুবক। মুখ ঢাকা অবস্থায় তাঁরা টাইপ করা চিঠি ঠিকাদারের কর্মীদের হাতে ধরিয়ে ৫ লাখ টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না পেলে ক্যাম্প অফিস এবং রাস্তা তৈরির সরঞ্জাম পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তাঁরা। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন ঠিকাদার। এরপরেই পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃত দু’জনেই হবিবপুর থানা এলাকার বাসিন্দা।

ঠিকাদার পূর্ণেন্দু কুণ্ডু চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিন লাইনে ছাপানো চিঠি। তাতে নাম ও টাকার অঙ্ক কাঁচা হাতে লেখা। বয়ানে বলা হয়েছে, কেএলও ১৯৯৩ সাল থেকে স্বাধীন কামতাপুর গঠনের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই তাদের যুদ্ধ তহবিলের জন্য অনুদান হিসেবে ৫ লাখ টাকা চাওয়া হচ্ছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, ‘আমরা জেলার সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করে বলেছি, কেউ টাকা চেয়ে হুমকি দিলে ভয় না পেয়ে পুলিশ এবং সংগঠনকে জানাতে।

Coal Smuggling Case : সঙ্গী বিনয়, কয়লা পাচারকাণ্ডে ৪ দিনের CBI হেফাজতে ECL – CISF কর্তা
জেলা পুলিশ প্রশাসনের সঙ্গেও বিষয়টা নিয়ে আলোচনা করব।’ মালদার অতিরিক্ত পুলিশ সুপার শাও অমিত কুমার জানিয়েছেন, ‘ঘটনাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দু’জনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতরা কেএলওর সদস্য, নাকি নাম ভাঙিয়ে তোলা আদায়ের চেষ্টা করছিল, সেটা এখনও স্পষ্ট নয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version