নারায়ণ দেবনাথের (Narayan Debnath) আইকনিক এই দুই চরিত্রকে নিয়ে তৈরি হচ্ছে প্রথম ফিচার ফিল্ম নন্টে ফন্টে (Nonte Fonte)। ৯ মে মুক্তি পেতে চলেছে এই ছবি। অনির্বাণ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে রয়েছে অনুপম রায়ের (Anupam Roy) গান। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির গান। অনুষ্ঠানে দেখা গিয়েছে ছবির কলাকুশলীদের। দেখুন ভিডিয়ো (Bengali Video)।