অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জামাই। প্রথমে তিনি বেশ জামাই আদরও পান। কিন্তু, তারপরেই বিপত্তি! কনেকে বাড়িতে রেখে জামাইকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। এরপরেই স্ত্রীকে ফিরে পেতে ধরনায় বসেছেন স্বামী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটালের ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুরে।

জানা গিয়েছে, ঘাটাল থানার দীর্ঘগ্রামে বাড়ি ওই যুবকের নাম সৌরভ। গত এক বছর আগে তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেন সাত নম্বর ওয়ার্ডের কোয়েল সামন্তকে। কিন্তু, সেই বিষয়টি গোপনেই রাখেন যুগল। এরপর গত ১৫ দিন আগে পালিয়ে বিয়ে করেন তাঁরা।

Nadia News : প্রতিবেশী যুবকের সঙ্গে ‘ভাগলবা’ স্ত্রীয়ের হঠাৎ ফোন! কথা থানায় ছুটলেন ব্যক্তি, নদিয়ায় চাঞ্চল্য
এরপর সেই বিয়ে মেনেও নেয় কনের পরিবার। শ্বশুরবাড়ি থেকে আমন্ত্রণও পান সৌরভ। মিষ্টির হাঁড়ি নিয়ে তাঁকে আমন্ত্রণ জানাতে যান কোয়েলের ভাই। এরপর হাসিমুখেই আপ্যায়ণ গ্রহণ করেন সৌরভ। কিন্তু, সেখানে গিয়েই বিপত্তি।

ফিরিয়ে নাও, প্রাক্তন স্বামীর বাড়ির সামনে ধরনা

সৌরভের দাবি, “আমাদের অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে ডাকা হয়। সেই সময় আমাকে বেশ যত্নও করেন তাঁরা। খাওয়া দাওয়ার পর হঠাৎ আমার স্ত্রীকে মারধর করে অজ্ঞান করে আটকে রেখে দেয়, আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।”
Purba Medinipur : স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় শিশুকন্যা সহ স্ত্রী! শোরগোল কোলাঘাটে
তাঁর আরও দাবি, গত পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক। এরপর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। শ্বশুরবাড়িতে আনার আগে মেয়েকে মায়ের গয়নাতে সাজিয়ে পাঠিয়েছিলেন তাঁরা। সেই গয়না সমেত স্ত্রীকে আটকে রাখা হয়েছে বলে দাবি সৌরভের।

তাঁর কথায়, “আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। আমাদের বিয়ে হয়ে গিয়েছে। ওরা অন্যায়ভাবে আমার স্ত্রীকে আটকে রেখেছে।” শ্বশুরবাড়ির সামনে মঙ্গলবার ধরনায় বসেছিলেন তিনি। স্ত্রীকে না পাওয়া পর্যন্ত সেখান থেকে উঠবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন।

Tollywood Actress : টলিউডের অভিনেত্রীর বাড়িতে চড়াও প্রাক্তন স্বামী, অ্যাসিড হামলার হুমকি!
ছেলের পাশে দাঁড়িয়েছেন সৌরভের মাও। তিনি বলেন, “প্রত্যেক লক্ষ্মীপুজোতে বউমা বাড়িতে আসত। আমি আমার বাড়ির লক্ষ্মীকে ফিরে পেতে চাই। ওকে ফিরিয়ে দেওয়া হোক। আমার গয়নাও বউমার কাছেই রয়েছে। ওরা বউমাকে ফিরিয়ে না দিলে আমার ছেলে ধরনা থেকে উঠবে না।”

সৌরভ তাঁদের বিয়ের ছবি প্রিন্ট করে পোস্টার করেছেন। এছাড়াও বিভিন্ন পোস্টার হাতে তিনি ধরনায় বসেছেন। এদিকে ঘটনায় কনের বাড়ির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অর্থাৎ পাত্রীপক্ষের ঠিক কী মন্তব্য, তা জানা সম্ভব হয়নি।

Love Story : ক্লাসে দেখে তুমুল হ্যাল! ২২-এর ছাত্রকে বিয়ে ৪৮ বছরের স্কুল শিক্ষিকার
পুরো ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। প্রতিবেশীরা জানাচ্ছেন, এই বিয়ে নিয়ে কনের পরিবারের পক্ষ থেকে আপত্তি ছিল বলেই তাঁরা জানতেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version