“যে সিস্টেমটার জন্য এই ঘটনা গুলো ঘটেছে, সেই সিস্টেমটাকেই পাল্টাতে হবে।” বৃহস্পতিবার কালিয়াগঞ্জে মৃতদের বাড়ি গিয়ে এমনটাই মন্তব্য করেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর কথায়, যাঁদের দায়িত্ব তাঁরা দায়িত্বটাকে ঝেড়ে ফেলে দিয়ে দুর্নীতির সঙ্গে আপোষ করে। সরকার যখন তাঁদের মাথায় হাত রাখে এবং বলে যে ঠিক আছে, মানুষের জন্য কাজ করতে হবে না তুমি নিজের জন্য করো, তখনই এই ঘটনা গুলো বাড়ে।”

Minakshi Mukherjee:’বাপের ব্যাটার মত নমিনেশন দেব’, আরামবাগে শাসক দলকে বার্তা মীনাক্ষীর
উল্লেখ্য, কালিয়াগঞ্জ কাণ্ডে নাবালিকার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান ও গুলিতে খুন হওয়া মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের একজনকে চাকরির দাবিতে বিভিন্ন বাম সংগঠনের ডাকে ‘কালিয়াগঞ্জ চলো’ কর্মসূচি পালিত হল বৃহস্পতিবার৷ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, পুলিন বিহারী বাস্কের মতো রাজ্য নেতৃত্বরা৷

Minakshi Mukherjee : মীনাক্ষীর বক্তব্য শুনতে ভিড় গুপ্তিপাড়ায়, কি-প্যাড ফোনেই কর্মীরা ধরে রাখলেন কমরেডকে!
DYFI, এসএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ, আদিবাসী অধিকার মঞ্চের ডাকে এদিন প্রথমে তারা যান সাহেবঘাটা মৃত নাবালিকার বাড়িতে। এরপর সেখান থেকে প্রতিনিধি দল যায় মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া এলাকার অসীম দেবশর্মার বাড়িতে। যিনি ক’দিন আগে অ্যাম্বুল্যান্সের ভাড়া যোগাড় করতে না পেরে ব্যাগে করে মৃত শিশুপুত্রকে বাড়িতে নিয়ে এসেছিলেন। এই অমানবিক ঘটনার নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে৷ তার বাড়িতে আসে কংগ্রেস নেতৃত্বও৷

Siliguri DYFI Agitation: DYFI-এর উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি, মীনাক্ষী সহ আটক ৩২
এদিন প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন মৃত শিশুর বাবা-মায়ের সঙ্গে। সেখান বাম প্রতিনিধিদল যায় রাধিকাপুর অঞ্চলের চাঁদগাঁও গ্রামে গুলিতে মৃত মৃত্যুঞ্জয়ের বাড়িতে। উল্লেখ্য, গত ২১ শে এপ্রিল কালিয়াগঞ্জের সাহেবঘাটা সংলগ্ন পালোই বাড়ি এলাকা থেকে উদ্ধার হয় এক দ্বাদশ শ্রেণির মৃতদেহ। এই ঘটনায় দফায় দফায় উত্তাল হয় কালিয়াগঞ্জ। পুলিশের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ।

Minakshi Mukherjee News: ‘ভালো করে সিট বেল্ট বেঁধে নিক, মাঝ রাস্তায় পড়বে’

প্রতিবাদে জ্বালিয়ে দেওয়া কালিয়াগঞ্জ থানার একাংশ৷ এর পালটা পুলিশি ধরপাকড়ের জেরে রাধিকাপুরের চাঁদগা গ্রামে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। পরপর জোড়া মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছিল কালিয়াগঞ্জ। পরিস্থিতি খতিয়ে দেখতে মৃতদের বাড়িতে সরেজমিনে যায় বিভিন্ন রাজনৈতিক দলই। এবারে এই ইস্যুতে রাজ্যস্তরের নেতৃত্বকে আসরে নামাল সিপিআইএম। এদিন সভায় এসে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের কড়া সমালোচনায় সরব হন। তিনি বলেন, “পরিবারগুলোর কী হবে? সরকার হয়তো এককালীন টাকা দিয়ে দেবে। তাতে কী হবে? সিচুয়েশনটা বদলাতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version