এই সময়: এ যেন সেই পিঙ্ক সিনেমার বিগ বি-র বিখ্যাত ডায়লগ–নো মানে না-ই। এক তরুণী আইনজীবীর দায়ের করা একটি ধর্ষণের অভিযোগের মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য, মানসিকতার বদল প্রয়োজন। দিন বদলেছে। একসাথে আছেন মানেই যৌন সম্পর্কে নারীর সম্মতির প্রয়োজন নেই, এমন মনে করার সুযোগ নেই।

Calcutta High Court : ‘অবৈধ’ বিয়ে বাতিল কোর্টে, তবু ভাঙার পথে ‘বৈধ’ ঘর
সিস্টার নিবেদিতা কলেজের আইনের ছাত্রী ধর্ষণের অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন। নিগৃহীতার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ, অভিযুক্তের ফোন, ল্যাপটপ ও অন্য যত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, সব কিছু থেকে তরুণীর সব ছবি মুছতে হবে পুলিশকে। বিধাননগর পুলিশ কমিশনারকে আদালতের নির্দেশ, এক জন মহিলা এসিপিকে নিযুক্ত করতে হবে তরুণীর সঙ্গে কথা বলার জন্যে। সেই এসিপি’ই তদন্ত করবেন। বিশ্ববিদ্যালয়কেও আলাদা তদন্ত করতে হবে।

Suvendu Adikari : শুভেন্দুর কনভয়ের ধাক্কা, আজও শুনানি
মামলাকারীর আইনজীবীর অভিযোগ, আইনের ওই ছাত্রীকে এক ছাত্র বার বার উত্ত্যক্ত করতেন। কলেজে ঢুকলেই বিরক্ত করা হতো। তরুণী পুলিশের কাছে যান অভিযোগ করতে। ছাত্রটি হুমকি দেন। কলেজ কর্তৃপক্ষও বিষয়টি জানতেন। বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন, গোটা ঘটনায় কলেজের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। মামলাকারীর আইনজীবী বলেন, তরুণীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে। পুলিশ মেডিক্যাল টেস্ট পর্যন্ত করায়নি। একজন এএসআইকে তদন্তভার দেওয়া হয়েছে। তরুণীকে আদালতে আসতেও বাধা দিয়েছিল পুলিশ।

Calcutta High Court : ‘কোর্টকে অসম্মানের চেষ্টা করছেন কেউ কেউ…’, কুণালের মন্তব্যে বার্তা বিচারপতি মান্থার
রাজ্যের আইনজীবীর বক্তব্য, ওই ছাত্রী ও ছাত্রের মধ্যে সম্পর্ক ছিল। ২০১৮ থেকে লিভ ইন রিলেশনে ছিলেন তাঁরা। এক সঙ্গে বহু জায়গায় ঘুরতেও গিয়েছেন। তরুণীকে গোপন জবানবন্দি দিতে বলা বলেও তিনি তা করতে অস্বীকার করেন। গত ১ অগস্ট ওই তরুণী টেকনো সিটি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত গ্রেপ্তারও হন। চার্জশিটও দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version