এই সময়: নওশাদ সিদ্দিকিকে ডায়মন্ড হারবার লোকসভায় স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে নওশাদ আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হতে চান বলে মন্তব্য করেছিলেন। আইএসএফ নেতা প্রার্থী হওয়ার কথা ঘোষণা করায় বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানে তৃণমূল সাংসদ অভিষেক বলেন, ‘খুব ভালো। ওঁকে স্বাগত জানাই।

TMC Congress Alliance : কংগ্রেস-তৃণমূল জোট হলে? প্ল্যান বি বানাচ্ছে আলিমুদ্দিন
গণতন্ত্রে সবার ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে। নরেন্দ্র মোদী দাঁড়াতে পারেন, অমিত শাহ দাঁড়াতে পারেন, নওশাদ সিদ্দিকি দাঁড়াতে পারেন, অসুবিধা কী!’ গত বিধানসভা নির্বাচনে সিপিএমের নেতৃত্বে বামেরা আইএসএফ-র সঙ্গে নির্বাচনী জোট করেছিল। কংগ্রেসও ওই জোটে ছিল। নওশাদ যদি ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে প্রার্থী হন, তা হলে আলিমুদ্দিন স্ট্রিট কী রণকৌশল নেবে–তা এখনও স্পষ্ট নয়।

ISF TMC Clash : মদের বোতল মিলবে মিটিংয়ে গেলেই! ISF-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাঙড়ে
তবে তৃণমূলকে বেগ দিতে সিপিএম ওই আসন নওশাদকে ছেড়ে দিতেও পারে। যদিও প্রদেশ কংগ্রেস অবস্থান স্পষ্ট করেনি। অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ‘যখন লোকসভা ভোট ঘোষণা হবে তখন দেখা যাবে। ওখানে সিপিএম প্রার্থী দিতে পারে, কংগ্রেসও প্রার্থী দিতে পারে। ভোট যখন হবে তখন বিষয়টি বিবেচনা করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version