নিয়োগ দুর্নীতির অভিযোগে রীতিমতো তোলপাড় রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ED-CBI। প্রত্যেকদিনই উঠে আসছে নতুন নতুন তথ্য। কিন্তু, এবার চাকরির দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পুলিশ কর্মী।

জানা গিয়েছে, গতকাল রাতে কলকাতা পুলিশের অ্যান্টি চিটিং বিভাগের হাতে গ্রেফতার হন বেনিয়াপুকুর থানার এএসআই সঞ্জীব দেঁড়ে এবং তাঁর স্ত্রী বর্ণালি দেঁড়ে। এছাড়াও সৈকত দে নামক এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।

Malda News : BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতির অভিযোগ, শোরগোল এলাকায়
ঠিক কী অভিযোগ উঠেছে এই পুলিশ কর্মীর বিরুদ্ধে?
অভিযোগ স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলতেন সঞ্জীব। এই কাজে তাঁকে সাহায্য করতেন স্ত্রী বর্ণালিও। ধৃত বর্ণালি দেঁড়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিশানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্যা। তবে শুধু স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা নয় , পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি থেকে আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করেও টাকা তোলার অভিযোগ সামনে এসেছে ধৃতদের বিরুদ্ধে।

SSC Scam: নিয়োগ দুর্নীতির টাকায় ‘বিশেষ বন্ধু’-র জন্য বিউটি পার্লার শান্তিপ্রসাদের? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
রবিবার সকালে খলিশানি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে প্রথমে কেউ সেভাবে মুখ না খুললেও পরে সাহস নিয়ে একাধিক গ্রামবাসী তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিরুদ্ধে মুখ খোলেন। এলাকার বাসিন্দা রিনা গোলুই, তনুশ্রী গোলুই, শিখা গোলুইদের বক্তব্য, আমফানের পর বর্ণালী দেঁড়ে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কারও কাছে ৫ আবার কারও কাছে ১০ হাজার টাকা নিয়েছিলেন। আবাস যোজনার নামেও তিনি টাকা তোলেন বলে অভিযোগ।

Recruitment Scam: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল! আত্মহত্যার চেষ্টা তৃণমূল নেতার
তৃণমূল পঞ্চায়েত সদস্যার গ্রেফতারি প্রসঙ্গে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা অতনু জানা বলেন, “আমরা এর আগেও ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলাম। দুর্নীতির অঙ্কটা ২ কোটির বেশি।” অন্যদিকে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা বর্ণালী দেঁড়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় তাঁকে এক বছর আগে সাসপেন্ড করা হয়েছিল, এমনকী খলিশানি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর পদ থেকেও ওকে সরিয়ে দেওয়া হয়েছিল দাবি করেন উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ।

Hooghly TMC Leader : শান্তনু-কুন্তলের পর রাহুলদেব! ইডির স্ক্যানারে হুগলির TMC যুবনেতা
কিছুদিন আগেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরেই নড়েচড়ে বসে লালবাজার অ্যান্টি চিটিং বিভাগ। জানা গিয়েছে, গতকাল রাতে তাঁদের উলুবেড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে কার্যত চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। একটি অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ লাখ টাকা লেনদেনের খবর সামনে এসেছে।

এই ঘটনায় চারজনের ঠিক কী ভূমিকা ছিল? কী ভাবে প্রতারণা চক্র চালানো হত? সেই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রতিটি দিক বিবেচনা করে দেখছেন গোয়েন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version