West Bengal News : আজ থেকে ফের শুরু হচ্ছে নবজোয়ার যাত্রা। আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফরের আগেই পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল বাঁকুড়া জেলায়। অভিষেকের অধিবেশন মঞ্চের আশেপাশের এই ঘটনায় অভিযোগ, পালটা অভিযোগ ঘিরে সরগরম এলাকা। আজই দ্বিতীয় দফায় নবজোয়ার যাত্রায় বাঁকুড়ার বিষ্ণুপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগেই অভিষেকের অধিবেশন মঞ্চ সংলগ্ন এলাকায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিষ্ণুপুরের তুড়কির মাঠ এলাকায়।

Bengal BJP : নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরে অভিষেক, ঝাঁটা-গঙ্গাজলে শহর ‘শুদ্ধিকরণের’ কর্মসূচি BJP-র
ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃনমূল নেতৃত্ব। পালটা বিষয়টিকে তৃনমূলের গোষ্ঠীকোন্দল বলে দাবি করেছে BJP। আজ বেলা তিনটে নাগাদ বাঁকুড়ার ইন্দাসে পৌঁছে নব জোয়ার যাত্রায় যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্দাসের পর জয়পুরে দলীয় কর্মসূচি সেরে সন্ধ্যে নাগাদ অভিষেক পৌঁছাবেন বিষ্ণুপুরে।

Abhishek Banerjee : আজ থেকে ফের শুরু অভিষেকের নবজোয়ার, বাঁকুড়ায় প্রস্তুতি জোরকদমে
বিষ্ণুপুর শহরের তুড়কির মাঠ এলাকায় তিনি দলীয় কর্মীদের সঙ্গে অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি সেখানেই অস্থায়ী তাঁবুতে তাঁর রাত্রিবাস করার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির জন্য বিষ্ণুপুরের তুড়কির মাঠ ও সংলগ্ন এলাকা সাজানো হয়েছে তৃনমূলের দলীয় পতাকা, ফেস্টুন ও ফ্লেক্সে।

Abhishek Banerjee : বাঁকুড়ার গেরুয়া গড়ে ফুটবে ঘাসফুল? নবজোয়ারে অভিষেকের বার্তার দিকে তাকিয়ে কর্মীরা
আজ সকালে দলীয় কর্মীরা দেখেন তুড়কির মাঠ লাগোয়া এলাকায় রাস্তার দুধারে টাঙানো বেশ কয়েকটি ফ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিঁড়ে ফেলা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের একাংশের দাবি এই ঘটনার পিছনে রয়েছে BJP।

Abhishek Banerjee : অভিষেকের নবজোয়ার শেষ হতেই গোষ্ঠীদ্বন্দ্ব জামুড়িয়ায়! ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ
যদিও BJP অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এই ঘটনায় BJP-র কেউ যুক্ত নয়। বিষয়টি তৃনমূলের গোষ্ঠীকোন্দলের ফসল। বিষ্ণুপুর টাউন তৃনমূল সভাপতি সুনীল কুমার দাস বলেন, “এটা পুরোপুরি BJP-র কাজ। ওরা এজেন্সি দিয়ে অভিষেককে আটকে রাখতে পারেননি। তাই এই ধরনের নোংরামো শুরু করেছে।

Abhishek Banerjee : খোদ অভিষেকের গড়েই পানীয় জলের দাবিতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ
এভাবে ওরা নব জোয়ার যাত্রা বা অভিষেককে আটকে রাখতে পারবে না। BJP যত এসব নোংরামো করবে, তৃণমূল আগামী দিনে ততই বৃদ্ধি পাবে”। এদিকে, BJP-র জেলা নেতা নীরজ কুমার বলেন, “এসব মিথ্যে কথা। কোনও BJP কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নন।

এই এলাকায় তৃণমূলে বেশ কয়েকটি গোষ্ঠী সক্রিয়। তাঁদের মধ্যে লাগাতার কোন্দলও লেগে থাকে। বিরোধী দল করলেও আমরা সেসব খবর পাই। আর নিজেদের মধ্যেই এসব করে ওরা খালি BJP-র ঘাড়ে দোষ চাপাতে চায়”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version