এই সময়: দলের অন্দরে তাঁদের মধ্যে যতই দূরত্ব থাক, প্রকাশ্যে ঐক্যের বার্তা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর পাশেই দাঁড়ালেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। শনিবার রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

Abhishek Banerjee : কেন তলব নয় শুভেন্দু, দিলীপেদের! প্রশ্ন সংসদের
সিবিআইয়ের তদন্তকারীরা কেন শুভেন্দুকে জেরা করেন না, সে প্রশ্ন অতীতেও একাধিক বার তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। শনিবারও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক সেই একই দাবিতে সওয়াল করে বলেন, ক্যামেরায় শুভেন্দুকে টাকা নিতে দেখা গিয়েছে, তার পরেও তাঁকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। বরং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশে বসে শুভেন্দু অধিকারীকে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে বলে অভিষেক জানান।

Abhishek Banerjee : আজ ফের নবজোয়ার যাত্রা শুরু, চোখ শীর্ষ আদালতে
এর প্রেক্ষিতেই রবিবার শুভেন্দুর হয়ে আসরে নামেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দু’জনেরই যুক্তি, ক্যামেরায় তো তৃণমূলের অনেক নেতাকে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁদের অনেকে একবারও সিবিআইয়ের মুখোমুখি হননি। শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে সেই তথ্যটা কেন চেপে যাচ্ছেন অভিষেক? প্রশ্ন সুকান্ত ও দিলীপের।

রবিবার দলের রাজ্য কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যাট ধরেন বিধানসভার বিরোধী দলনেতার পক্ষে। তিনি বলেন, ‘অভিষেকের পার্টির তো আরও ছ’জনকে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায়। সবাই কি ভিতরে গিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।’

Sukanta Majumdar Abhishek Banerjee: ‘সুপ্রিম কোর্টও বাঁচাতে পারবে না, অনুব্রত-সুকন্যা যেমন জেলে রয়েছে তেমনই…’, অভিষেককে কটাক্ষ সুকান্তর
সুকান্ত মজুমদার বলেন, ‘তৃণমূলের বহু নেতাকে বাংলার মানুষ টাকা নিতে দেখেছেন। তাঁদের সবাইকে কেন সিবিআই গ্রেপ্তার করছেন না, সেই প্রশ্নটা একই রকম জোরের সঙ্গে করুন অভিষেক।’ এর পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ করে সুকান্ত বলেন, ‘ন’ঘণ্টা দিয়ে শুরু হলো, আরও ডাক পাবেন। সবে তো শুরু। কেউ রেহাই পাবেন না।’

Abhishek Banerjee Meets RSS Worker: অভিষেকের গাড়ি থামিয়ে নালিশ RSS কর্মীর! পরিচয় নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুললেন সেই যুবক
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর মতে, তৃণমূল দলটা শুভেন্দুর আতঙ্কে ভুগছে, তাই বারবার অভিষেক তাঁকেই নিশানা করছেন। শমীকের কথায়, ‘তৃণমূল নেতারা ঘুম থেকে উঠে জলের গ্লাস হাতে নিয়ে সেখানে শুভেন্দু আধিকারীর ছায়া দেখছেন। একে বলা যায় শুভেন্দু-সিনড্রোম।’
এর পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ‘শুভেন্দু ছাড়া আর কাউকে তো বিজেপির ছাতার তলায় গিয়ে আশ্রয় নিতে হয়নি। তৃণমূলের অনেককেই নানা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করেছে সিবিআই। বিজেপির আশ্রয়ে থাকা, নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দুকে একবার তো তলব করা হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version