Food Safety Officer: ‘ডিউটি তো, ভয় কীসের’, চন্দ্রকোণার ফুড সেফটি অফিসার দেবারতির গলায় ‘লড়কে লেঙ্গে’ – food safety officer of chandrakona debarati joddar reacts on food adulteration


রুটিন ইন্সপেকশন। কিন্তু, সেই কয়েক ঘণ্টার দৃশ্য ভাইরাল। খাবার দোকানে অভিযানে গিয়ে রণংদেহী মূর্তি ধারণ করেছিলে চন্দ্রকোণার খাদ্য সুরক্ষা আধিকারিক দেবারতি জোদ্দার। দোকান থেকে নষ্ট হওয়া খাবার টেনে বার করে ডাস্টবিনে ফেলতে রীতিমতো বাধ্যও করান ওই মহিলা আধিকারিক। বাসি খাবার দেখে গলা চড়িয়ে তিনি স্পষ্ট বলেছেন, ‘এখনই ফেলুন, কেন থাকবে বাসি খাবার রাখবেন?’ ফুড সেফটি অফিসারকে এভাবে দায়িত্বপালন করে ভাইরাল হতে এ রাজ্যে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। যে রাজ্যে খাবার-স্ট্রিট ফুড নিয়ে গর্বের পাশাপাশি ভাগাড় কাণ্ডেরও ইতিহাস আছে!

ভেজালের ঠেলায় নাজেহাল, খাব কী?

জেলায় জেলায় থাকা ফুড সেফটি অফিসাররা মানছেন, ‘করোনা পরিস্থিতিতে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বেড়েছে। মূলত করোনা পরিস্থিতি শুরুর বেশ কয়েকমাস এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দফতর বা পুলিসের নজরদারির অনেকটাই অভাব ছিল।’ আর তাতেই ছানা থেকে মিষ্টি, দুধ, হোটেল রেস্তরাঁর খাবারে ভেজাল মেশানো বেড়েছে বলেই অভিযোগ। নজরদারির অভাবে কোথাও গোটা দুধটাই তৈরি হচ্ছে কেমিক্যাল দিয়ে, কোথাও দুধের পরিমাণ বাড়াতে কেমিক্যাল থেকে সস্তার মিল্ক পাউডার ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ। মাঝে এ ব্যাপারে লাগাতার অভিযান চালায় জেলা স্বাস্থ্য দফতর। পরে এ ব্যাপারে কিছুটা ভাঁটা পড়ে।

Food License : ‘মাংসটা এখনই ফেলুন…’, রেস্তঁরার বাসি-পচা খাবার দেখে রণংদেহী খাদ্য সুরক্ষা আধিকারিক
জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) এই বিষয়ে নোডাল অফিসার হয়ে থাকে। গোটা বিষয়টিই নজরদারি চালায় জেলা স্বাস্থ্য দফতর। কলকাতার ক্ষেত্রে কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য দফতরের খাদ্যে ভেজাল প্রতিরোধক শাখা এই কাজ তদারকি করে।

Consumer Forum West Bengal: ফ্ল্যাট থেকে আলপিন, ঠকে গেলে ক্রেতা সুরক্ষায় এই নম্বরগুলি কাজে আসবেই!
শুক্রবার নিজে হাতে দোকানের খাবারের গুণগত মান যাচাই করে একাধিক দোকানদারকে নোটিশ ধরান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার খাদ্য সুরক্ষা আধিকারিক দেবারতি জোদ্দার। নিয়ম না মানার জন্য দোকাদের কড়া ভাষায় ভর্ৎসনাও করেন মহিলা অফিসার। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। চন্দ্রকোণা শহরের একাধিক রেস্টুরেন্ট, হোটেল, চপ মুড়ির দোকান ,মিষ্টির দোকান, ঝাঁ চকচকে রেস্তঁরায় হানা দিয়ে চোখ কপালে ওঠে তাঁদের। একাধিক রেস্তঁরা থেকে বাসি খাবার ও ফ্রিজে রাখা পচা মাংস উদ্ধার করা হয়। নিজে দাঁড়িয়ে থেকে পচা ও বাসি খাবার ভ্যাটে ফেলার ব্যবস্থা করেন।

Food Adulteration: রান্না তো করেন, কিন্তু মশলাগুলো কতটা খাঁটি তা যাচাই করেন কি?
দেবারতির কাজে যোগ দিয়েছেন গত ৩ বছর। প্রথম পোস্টিং চন্দ্রকোণায়। এই নিয়ে এই সময় ডিজিটালের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছে। ঘিয়ের ক্ষেত্রে ভেজাল মিলেছে। সেক্ষেত্রে নিয়ম মেনে যা করার করা হচ্ছে। সেদিন আমি ডিউটিতে ছিলাম। যা নিয়ম তাই করেছি। ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। আপাতত মানুষের মধ্যে আরও সচেতন বাড়ানোই লক্ষ।’ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর ষড়ঙ্গী বলেন, ‘ওঁর কাজে আমরা গর্বিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version