West Bengal News : পঞ্চায়েত ভোট যত সামনে আসছে, ততই আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে তৃণমূলের ছোট বড় নেতাদের। আর এই মেজাজ দেখাতে গিয়ে অনেকেই করে ফেলছেন বিতর্কিত মন্তব্য। এবার বাম ও কংগ্রেসকে নিয়ে এমনই এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে চলে এলেন সামশেরগঞ্জের এক তৃণমূল নেতা। এক প্রকাশ্য জনসভায় সামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা অঞ্চল তৃণমূল সভাপতি শহিদুল ইসলাম বলেন, “CPIM কংগ্রেসের কেউ তৃণমূলকে চোর বললে তাঁকে মেরে মাটির তলায় কবর দিয়ে দেব। আপনারাও তাই করবেন”।

TMC Leader : ‘পঞ্চায়েতে বাড়িতে থাকতে পারবেন না ISF কর্মীরা’, ভাঙড় থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
প্রকাশ্য জনসভা থেকে এমনই হুংকার দিয়ে বিতর্কে জড়ালেন সামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা অঞ্চল তৃণমূল সভাপতি। ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়। CPIM-কে জড়ালেও ওই তৃণমূল নেতার নিশানা ছিল অধীর চৌধুরীর দিকেই।

BJP MLA : ‘উনি কে হরিদাস পাল… ৫০০ পুলিশ লাগবে’, তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ BJP বিধায়কের
তিনি অধীরকে আক্রমণ করে বলেন, “অধীর চৌধুরী খুব বড় বড় কথা বলছেন। উনি যেখানেই যাচ্ছেন, বলছেন তৃণমূলের সবাই চোর। তার মানে উনি আমাকেও চোর বলছেন, কারণ আমিও তো তৃণমূল কংগ্রেস করি। আমি অধীরবাবুকে বলে রাখছি, এগুলো বলা বন্ধ করুন।

Paschim Medinipur : বাদ পড়ল না মেদিনীপুরও! নব জোয়ার কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে উত্তেজনা চন্দ্রকোণায়
আগে প্রমাণ করুন যে তৃণমূলের সবাই চোর কিনা, তারপর এগুলো বলতে আসবেন। আর প্রমাণ না করে যদি CPIM কংগ্রেসের কেউ তৃণমূলকে চোর বলতে আসে, তাহলে মেরে মাটিতে কবর দিয়ে দিন, আমি একথা বলে রাখলাম”। একদিন আগে সামশেরগঞ্জে জনসভা করে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Nusrat Jahan : ‘ভোট চাইতে এলে বাঁশ নিয়ে তাড়া করুন’, বিরোধীদের আক্রমণে বিস্ফোরক নুসরত
তারই পালটা সভা থেকে CPIM কংগ্রেসকে মারার নিদান দেন তিনি। শহিদুল আরও বলেন, “এদের মাটির তলে কবর দিয়ে গেড়ে দিন। না মারলে CPIM কংগ্রেসের উচিত শিক্ষা হবে না”। এদিকে পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা সামশেরগঞ্জের তিনপাকুরিয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি শহিদুল ইসলাম রীতিমতো বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন।

TMC Congress Alliance : কংগ্রেস-তৃণমূল জোট হলে? প্ল্যান বি বানাচ্ছে আলিমুদ্দিন
সোমবার বিকেলে সামশেরগঞ্জের ভাসাইপাইকরে তৃণমূল কংগ্রেসের পালটা প্রতিবাদ সভায় সামিল হয়ে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন এই তৃণমূল নেতা। এই সময় মঞ্চেই বসে ছিলেন সামশরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রকাশ্য সভায় বিরোধীদের এভাবে হুমকির ঘটনায় সোশাল মিডিয়ায় শোরগোল সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন জেলায় তৃণমূলের বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version