Chiranjit, Dev, Mithun Chakraborty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিরঞ্জিৎ ও মিঠুন চক্রবর্তীর বন্ধুত্বের কথা সকলেরই জানা। তবে সিনেমার জগতে তাঁরা একে অপরের ভালো বন্ধু হলেও রাজনৈতিক দিক থেকে তাঁরা দুই ভিন্ন মতের মানুষ। চিরঞ্জিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মিঠুন চক্রবর্তী বিজেপির নেতা। কিছুমাস আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোর প্রসঙ্গে মন্তব্য করেছিলেন চিরঞ্জিৎ। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নিশানা দেগে চিরঞ্জিৎ বলেন, “একটা জিনিস তো থাকবেই। আপনি যদি আমাকে গালাগালি করেন, তবে আমি আমার মেয়ের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করব না। এখানেও বিষয়টা একই রকম।” ফের এক সাক্ষাৎকারে উঠে এল সেই প্রসঙ্গ।

আরও পড়ুন- Ananya Guha: শ্যুটিংয়ের ফাঁকে সেটেই চলত পড়াশোনা, উচ্চমাধ্যমিকে কত পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’ অনন্যা?

মিঠুন প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন, ‘পুরনো বন্ধুত্বে কোনও চির ধরেনি। আমি জানি না ও কী ভেবেছে কারণ এরপরে আমাদের মধ্যে কথা হয়নি তবে আমি জানি ও বুঝবে। আমি সবসময় লজিক্যাল কথাই বলি। দেব বলছে ও সকালে নাকি তৃণমূলকে গালিগালাজ করেছে আর রাতে আমার বাড়ি এসে মাংস-ভাত খাচ্ছে। আমি এটা কখনই করব না। আমি ওকে সিনেমাতেই নেব না যতক্ষণ ও বিজেপির হয়ে কাজ করছে। এটা নিয়ম। আমাকে নিশ্চয় অনুপম খের ডেকে নিয়ে যাবে না, দেবকে হিরো করবে না। এটা হতে পারে না। ওকে পাবলিসিটিটা আমি কেন দেব?’

অভিনেতা বলেন, ‘দেব মিঠুনকে কোনও সিনেমায় নেওয়া মানে, মিঠুনের মুখ দিয়ে ২ লক্ষ পোস্টার পড়ছে। তার উপর মিডিয়া কভারেজ, পাবলিক হাততালি দিচ্ছে, তার মানে আমি ওকে আরও পপুলার হতে সাহায্য করছি। মিঠুন চক্রবর্তী একজন মৃতপ্রায় স্টার, তাঁকে আমি নতুন জীবন দিচ্ছি, খরচ হচ্ছে দেবের, কিন্তু সাহায্যটা পাচ্ছে বিজেপি। প্রিন্সিপালি সেটা আমার করা উচিত নয়। এই প্রবলেম তো থাকবেই, তাই আমি এই বিরুদ্ধে কথা বলব।’

আরও পড়ুন- Karan Johar: জন্মদিনের প্রাককালে নয়া চমক, ওটিটিতে গুনীত মোঙ্গার সঙ্গে জুটি বাঁধলেন করণ জোহর

এর আগেও এই প্রসঙ্গে জি ২৪ ঘণ্টাকে অভিনেতা চিরঞ্জিৎ বলেন, ‘কেউ কেউ বলছেন, আমি নাকি মিঠুনের বিরুদ্ধে কথা বলছি। লোকে বলছে। তা বলুক। মিঠুন আমার বন্ধু। আসলে রাজনীতির ব্যাপারটা আলাদা। ও আমার ভালো বন্ধু। প্রজাপতি ছবিও ভীষণ ভালো হয়েছে। মিঠুন ভালো অভিনয় করেছে। সবাই দেখবেন এই ছবি। পলিটিক্যালি আলাদা ফিল্ডে থাকার জন্য ওই জায়গায় মতভেদ থাকতে পারে। কিন্তু বন্ধুত্ব বা অভিনয়ে নয়।’ 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version