শহরে আকছাড় ছোটোখাটো চুরি বা পকেটমারির ঘটনা ঘটে। কিন্তু সম্প্রতি বিধাননগর কমিশনারেটের পুলিশের হাতে তিন ব্যক্তির গ্রেফতার হওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গ্রেফতার হওয়া তিন যুবক আর পাঁচজনের মতো বেসরকারি সংস্থার কর্মী। সারা সপ্তাহ অফিস করলেও সপ্তাহান্তে বদলে যায় তাদের পেশা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে এই তিন যুবক পকেটমারি করে বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরার সূত্রে তাদের গ্রেফতার করা হয়েছ। ফর্মাল পোশাক পরে শপিং মলের ইতিউতি তাদের ঘুরে বেরাতে দেখা গিয়েছে। সেখানেই অন্যান্যদের মোবাইল ও টাকার ব্যাগ পকেটমারি করে ওই তিনজন। গোটা ঘটনারটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

Uttar 24 Pargana : নিউটাউনে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার কুখ্যাত ২ দুষ্কৃতী
বিধানননগর পুলিশ সূত্রে খবর, প্রায় একমাস আগে সল্টলেক সিটি সেন্টার শপিং মল থেক এক লাখ টাকা খোয়া যায় এক মহিলার। তিনি বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার পর থেকেই শপিং মল ও বিধাননগরের বিভিন্ন বাজারে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়। রবিবার ওই তিনজনের একজনকে পাকড়াও করে পুলিশ। তাকে জেরা করে তার বাকি দুই সঙ্গীর হদিশ মেলে।

ওই যুবককে গ্রেফতারের পর বিধাননগর উত্তর থানার পুলিশ ওই শপিং মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে ওই মহিলার আশেপাশে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিধাননগর উত্তর থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘এই রবিবার ওই শপিং মলে মোতায়েন থাকা পুলিশকর্মীরা এক সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন। তার সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখা ব্যক্তির মিল ছিল। তখনই তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসবাদ করার পর গোটা বিষয়টা স্পষ্ট হয়।’

Fake Call Centre : ৪ জি টাওয়ার বসানোর নাম করে লাখ লাখ প্রতারণা! লেকটাউনে ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ১২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের মূল পাণ্ডার নাম ভোলা প্রধান। তালতলার বাসিন্দা ভোলা একটি বেসরকারি সংস্থায় কর্মরত। সপ্তাহান্তে ও ছুটির দিনগুলি সে বিভিন্ন শপিং মল ও মার্কেট থেকে এভাবেই চুরি করে। ভোলার সূত্রে তার দুই সঙ্গী ধীরজ রাই ও সানি মল্লিককে গ্রেফতার করে পুলিশ।

Kashmir Kidnap Case: কাশ্মীর থেকে নাবালিকাকে অপহরণে অভিযুক্ত বঙ্গকন্যা! তদন্তে ফাঁস চাঞ্চল্যকর রহস্য
সিসিটিভি ক্যামেরাতে তাদের হেলমেট হাতে ঘুরতে দেখা গিয়েছে। ভোলাকে জেরা করে পুলিশ জানতে পারে, তার দুই সঙ্গী সম্ভবত আলিপুর কোর্ট এলাকায় কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে ভোলাকে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার একবালপুরে হানা দিয়ে বাকি দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version