BJP Leader : হানি ট্র্যাপের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ! গ্রেফতার BJP নেত্রীর মেয়ে – accused of cheating lakhs of rupees in the trap of honey trap bjp leader daughter arrested


Uttar 24 Pargana : একাধিক রাজনৈতিক নেতাকে একাধিকবার ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক BJP নেত্রীর মেয়েকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লী গ্রামের ঘটনা। হাড়োয়া BJP মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়। তাঁর মেয়ে বছর ২৬-এর যুবতী প্রিয়াঙ্কা রায়। তিনি বেশ কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকের বিভিন্ন থানা এলাকায় রাজনৈতিক দলের নেতাদের হানি ট্র্যাপ করতেন। অর্থাৎ তার মোহে ফেলে প্রথমে মোবাইল ফোনে কথাবার্তা, তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছবি আদান প্রদান করতেন।

Nusrat Jahan : ‘ভোট চাইতে এলে বাঁশ নিয়ে তাড়া করুন’, বিরোধীদের আক্রমণে বিস্ফোরক নুসরত
তারপর একাধিকবার দেখাও করতেন। তারপর ওই যুবতী মেলামেশা করে কখনও ধর্ষণের অভিযোগ, আবার কখনও ধর্ষণের চেষ্টা – এসবই ছিল প্রিয়াঙ্কার পরিকল্পনার মধ্যে। প্রিয়াঙ্কা খোদ BJP-র বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভার নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধে ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ করেছিল। এবং ওই নেতা গ্রেফতারও হয়েছিলেন। পাশাপাশি শাসক বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে তার একাধিক সম্পর্ক ছিল। সেই সুযোগে সে লাখ লাখ টাকা প্রতারণা করছিল। যার ফলে বিভিন্ন রাজনৈতিক নেতারাও গ্রেফতার হয়েছিলেন। আসলে এর পিছনে ছিল রহস্যভরা চক্রান্ত। লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ফন্দি।

Trinamool Congress : চাকরির নামে লাখ লাখ প্রতারণা! তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে নামল দলীয় কর্মীরা
বিভিন্ন সময়ে অভিযোগ আসছিল প্রিয়াঙ্কার বিরুদ্ধে। এরপর স্বরূপনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ প্রিয়াঙ্কা রায়কে গ্রেফতার করে। তাকে বসিরহাটে মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে।

Like And Earn Money Fraud : ভিডিয়ো লাইক করে সহজে বড়লোক হওয়ার টোপ! কী ভাবে নেটিজেনদের টুপি পরাচ্ছে প্রতারকরা?
ইতিমধ্যেই প্রিয়াঙ্কা জেরায় শিকার করেছে সে বেশ কয়েক বছর ধরে এই ব্ল্যাকমেলিং-এর ছক কষে লাখ লাখ টাকা তুলেছে। এর পিছনে অন্য কোনও বড়সড় প্রতারকের ছক আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছেন। ইতিমধ্যে বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম দফতরে সাইবার অপরাধের একটি মামলা রুজু হয়েছে।

Chit Fund News : অল্প বিনিয়োগে চড়া সুদ! দেড় কোটি টাকা নিয়ে চম্পট নৈহাটির যুগল
BJP নেতা রাজেন্দ্র সাহা এদিন বলেন, “একদিকে দলের নেত্রীর মেয়ে হয়ে কি করে দলকে কালিমালিপ্ত করছে! শাসক বিরোধী সব দলকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আত্মসম্মান নিয়ে খেলা করছে। দল দৃষ্টান্তমূলক শাস্তি দিক”। যদিও হাড়োয়া মণ্ডলের BJP মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নমিতা রায় বলেন, “আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।

কোনও টাকা পয়সা নেয়নি সে। সম্পূর্ণ মিথ্যা এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই”। বসিরহাট মহকুমার তৃণমূলের সভাপতি কৌশিক দত্ত বলেন, “শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ BJP করে না। যেসব খারাপ মানুষ তৃণমূলে জায়গা পায়নি তারাই BJP দল করে। তাদেরই দলের নেতা নেত্রীরা এর সঙ্গে যুক্ত। প্রশাসন তাদের কাজ করছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version