জামাইষষ্ঠীর দিনে বিদ্যুৎহীন গ্রাম। বিপাকে শ্বশুরবাড়ির লোকেরা। অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর হিজলিয়া এলাকায়। পরে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় পরে অবরোধ তুলে নেওয়া হয়।
জামাইষষ্ঠীর দিন বাড়িতে এসেছে মেয়ে জামাইরা। আর সকাল থেকেই গ্রাম বিদ্যুৎ হীন অবস্থায় রয়েছে। নাজেহাল অবস্থায় পড়ে বাধ্য হয়েই রাস্তা অবরোধ করতে দেখা যায় গ্রামবাসীদের। এরকম একটা অনুষ্ঠানের দিনেই গ্রামে বিদ্যুৎ চলে যাওয়ায় চরম বিক্ষুব্ধ হন গ্রামবাসীরা।

Jamai Sasthi 2023: জামাইষষ্ঠী উপলক্ষে দোকানে দোকানে উপছে পড়া ভিড়, হাওড়ায় চমক শাশুড়ি-জামাই মিষ্টি
হাবরা নৈহাটি রোডের হিজলিয়া মোড়ে এদিন গ্রামবাসীরা বড় বড় পাইপ ফেলে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ। অভিযোগ, বিগত ১৫ দিন ধরে ঠিকমত বিদ্যুৎ থাকছে না গ্রামে। এক ঘণ্টা বিদ্যুৎ এলে তিন ঘণ্টা বন্ধ থাকেছে। ফলে অতিষ্ট হয়ে উঠছে এলাকার মানুষজন সহ শিশুরা। নাজেহাল অবস্থা বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের। তীব্র গরম পরছে তার মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় গোটা গ্রাম, বাড়িতে আসা জামাইরাও গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। যা দেখে রীতি মত ক্ষোভ প্রকাশ করেছেন শ্বশুরবাড়ির লোকেরাও। রাতেও বিদ্যুৎ না থাকায় ঠিকমত ঘুম হচ্ছে না প্রায় ১৫ দিন ধরেই বকে জানান গ্রামবাসীরা।

Nabadwip Dham : ষষ্ঠীর দিন ভিন্ন রূপে পুজো, জামাই আদর পান নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুও
এলাকায় বিদ্যুতের মাধ্যমে বেশ কয়েকটি সেলাই কারখানার কাজ চলে, বিদ্যুতের সমস্যার কারণে সেগুলিও বন্ধ রাখতে হচ্ছে। কাজের ক্ষতি হওয়ায় মাথায় হাত উঠছে ব্যবসায়ীদেরও। এদিন বাধ্য হয়েই ব্যস্ততম রাস্তা অবরোধের পথে হাটেন গ্রামবাসীরা। পরে, ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদেরকে বোঝানোর চেষ্টা করা হয়।

D Bapi Biriyani-তে গুলির ঘটনার সঙ্গে ব্যারাকপুর শ্যুটআউটের যোগসূত্র আছে! বিস্ফোরক অর্জুন সিং
প্রসঙ্গত, এর আগেও বিদ্যুৎ না থাকার কারণে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা তা সত্ত্বেও এখনও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ। দীর্ঘক্ষণ নৈহাটি রোড অবরোধ থাকার কারণে চরম বিপাকে পড়েন ষষ্ঠী খেতে যাওয়া জামাইরাও। পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। অবরোধের জেরে যানজট তৈরি হয়। বেগ পেতে হয় নিত্যযাত্রীদের।

Jamai Sasthi : জামাইয়ের শেষ পাতে শাশুড়ি-জামাই মিষ্টি

তবে গ্রামবাসীরা জানান, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। আপাতত জামাইদের স্বস্তি দিতে শাশুড়িদেরই দেখা গেল হাতপাখায় হাওয়া করে জামাই আপ্যায়ন করতে। বিদ্যুৎ না আসায় অবশেষে হাতপাখার উপরেই ভরসা করতে হয় গ্রামবাসীদের অনেককেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version