নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল বোলপুর স্টেশনে। সন্ধ্যা ৮.৩৫ মিনিট থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বোলপুর স্টেশনে দাঁড়িয়ে যায় বলে খবর পাওয়া গিয়েছে।

Birbhum BJP : ‘পদে থাকাকালীন প্রচুর হম্বি-তম্বি…’, দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার
জানা গিয়েছে, বর্ধমান রামপুরহাট লুপলাইনের গুসকরা ও পিচকুড়িরঢাল স্টেশনের মাঝে ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টগ্রাফ বিপত্তি তৈরি হয়। ট্রেন লাইনে বিপত্তি থাকার কারণে বোলপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল ট্রেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ খবর পাওয়া গিয়েছে রাত দশটা পর এই ট্রেন ফের চালু করা হয়।

Madhyamik Result 2023 : অভিশপ্ত গ্রামেও জ্বলল আশার আলো, আতঙ্কের মাঝেও মাধ্যমিকে ভাল ফল বগটুইয়ের সামিয়ার

22 302 নতুন জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দীর্ঘক্ষণ ধরে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়ে ছিল। পূর্ব রেলের মুখ্য জংশনযোগ অধিকারী কৌশিক মিত্র জানিয়েছেন, ঝড়-বৃষ্টির ফলে ডাউন লাইনে গাছ ডাল পুড়ে যাওয়ার ফলে ডাউন লাইন বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে, খবর পাবার সঙ্গে সঙ্গে তার আবার ভ্যান সেই জায়গা পাঠানো হয়।
আশা করা যায় যে বেশ কিছু খানের মধ্যে ডাউনলাইনের বিদ্যুৎ পরিষেবা চালু হয়ে যাবে তারপরে ট্রেনটি হাওড়া উদ্দেশ্যে রওনা হবে। এই জেরে বেশ কিছুক্ষণ ট্রেনের মধ্যেই আটকে থাকেন বহু যাত্রীরা। তারা অপেক্ষায় কখন ফিরবেন হাওড়া কারণ ১০:৩৫ এ হাওড়া পৌঁছানোর কথা বন্দেভারত এক্সপ্রেসের কিন্তু বোলপুরেই দাঁড়িয়ে ছিল। পরে দশটা নাগাদ স্টেশন থেকে ট্রেন ছাড়লে নিশ্চিন্ত হন যাত্রীরা।

বিস্তারিত আসছে..



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version