এই সময়: সভা করার জন্যে ১৫ দিন আগে আবেদন করা হয়নি। এই যুক্তিতে মালদার হবিবপুরে ২৭ মে শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত সভার অনুমতি দিল না হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী বৃহস্পতিবার রায় ঘোষণা করে জানান, বিচারপতি রাজাশেখর মান্থা এর আগে একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন, প্রতিটি জেলায় একটি করে পোর্টাল তৈরি করতে হবে।

Calcutta High Court : নিয়ম ভেঙে অভিষেকের মিছিল! আদালতে জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর
যে যে দল সভা বা মিছিলের জন্য আবেদন করতে চায়–দিন, তারিখ, সময় দিয়ে তা নথিবদ্ধ করতে বলা হয় ওই পোর্টালে। স্বচ্ছতার স্বার্থেই পোর্টাল তৈরিতে জোর দিয়েছিল আদালত। যদিও রাজ্য এখনও সেই নির্দেশ পুরোপুরি কার্যকরী করতে পারেনি বলেও একটি মামলায় বিচারপতি মান্থার এজলাসে জানিয়েছিল।

Abhishek Banerjee : বুক ফুলিয়ে বেরিয়ে এসেছি: অভিষেক
এ দিন বিজেপির তরফে দায়ের মামলায় অভিযোগ করা হয়, আগে অনুমতি দিলেও পুলিশ পরে তা প্রত্যাহার করেছে হবিবপুরের সভার ক্ষেত্রে। সেখানে ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি সভা রয়েছে। বিচারপতি মান্থার নির্দেশের পরেও সেখানে জেলা পুলিশ আবেদন জমা নেওয়ার পোর্টাল তৈরি না করায় ১৫ দিন আগে আবেদনের বিষয়টিও প্রসঙ্গিক নয়।

Abhishek Banerjee : ‘গ্রেফতার হবে অভিষেক…’, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবী সিংভির
মালদায় পোর্টাল তৈরি না হওয়ার কথা আদালতও উল্লেখ করেছে রায়ে। বিচারপতি চৌধুরী সব পক্ষের বক্তব্য নথিভুক্ত করার পরে ওই আবেদন খারিজের ক্ষেত্রে অবশ্য বিচারপতি মান্থার নির্দেশিত ১৫ দিন আগে আবেদন না-করাকেই কারণ হিসেবে চিহ্নিত করেছেন। প্রসঙ্গত, এখনও অবধি শুধু কলকাতায় ওই পোর্টাল চালু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version