উচ্চমাধ্যমিকে দুদিন পর ২৬ দিনের মাথায় প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার রেজাল্ট। ২০২৩ সালের জয়েন্ট পরীক্ষার মেরিট লিস্টে জেলাকে ছাপিয়ে টেক্কা কলকাতার। মেরিট লিস্টে প্রথম ও দ্বিতীয় স্থানে কলকাতারই স্কুলের দুই ছাত্র। চলতি বছর ৩০ এপ্রিল হয় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এদিন বেলা আড়াইটেয় রেজাল্ট ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মালায়েন্দু সাহা।এবারের জয়েন্টে অষ্টম স্থান সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুলের পড়ুয়া সাগ্নিক ছোট থেকেই মেধাবী। তাঁর বাড়ি বাঁকুড়া জুনবেদিয়া এলাকার। সাগ্নিকের বাবা প্রাক্তন রেলকর্মী, মা গৃহবধূ। এদিন রেজাল্ট ঘোষণার পরই উচ্ছ্বাস তাঁর পরিবারে।

WBJEE Result 2023 : প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, কী ভাবে জানবেন ব়্যাঙ্ক?

কৃতী ছাত্র জানান, পড়াশোনার ক্ষেত্রে তার স্কুলের শিক্ষক, প্রাইভেট টিউটর এবং বাবা মায়ের অবদান রয়েছে। তাই আজকের রেজাল্টে তাদের সকলের অবদান রয়েছে বলে দাবি সাগ্নিকের।

পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তে ভালোবাসেন কৃতী এই ছাত্র। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই লক্ষ্য। এখন আইআইটি-তে প্রবেশই তাঁর ধ্যান জ্ঞান। সেখানে যেতে চায় সাগ্নিক। উচ্চমাধ্যমিকেও নজর কাড়া স্কোর বাঁকুড়ার এই মেধাবী পড়ুয়ার। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৪৮৩। পরিবারে দুই ভাইয়ের মধ্যে ছোট, তাই বাড়িতে বড় আদরের ছোটজন । সাগ্নিকের দাদাও পড়াশোনায় দুর্দান্ত। সেও এমএসসি কমপ্লিট করে পি এইচ ডি করার পরিকল্পনা নিয়েছে সে।

WBJEE 2023 Toppers List : জয়েন্ট এন্ট্রান্সে জেলাকে টেক্কা কলকাতার, একনজরে টপ টেন

চলতি বছরে ১ লাখ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী জয়েন্টে বসেছিলেন। তাদের মধ্যে ৯৯.৪ % পরীক্ষর্থী সফল হয়েছেন। তাদের মধ্যে ৭২ শতাংশই এ রাজ্যের। বাকিরা বাইরের। জয়েন্টে সফল ৫১ হাজার ৩৪৫ জন ছাত্রছাত্রীই পশ্চিমবঙ্গ বোর্ডের।

WBJEE Topper 2023: ‘ফার্স্ট হয়েছি…সত্যি?’ বিস্ময় জয়েন্ট এন্ট্রান্সে প্রথম সাহিলের কণ্ঠে

পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র। তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বাংলা বিদ্যালয়ের ছাত্রী। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে পঞ্চম অয়ন গোস্বামী, দুর্গাপুুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে ষষ্ঠ অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল সোদপুরের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে সপ্তম রাজস্থানের কিন্তন সাহা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে নবম রাজস্থানের রক্তিম কুণ্ডু।রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দশম শ্রীরাজ চন্দ্র, কাটোয়ার হোলি অ্যাঞ্জেলস স্কুলের ছাত্র।

অনলাইনে লেখাপড়া করেই জয়েন্টে দ্বিতীয়, কোন পেশায় যাবেন হিমাংশু?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version