এই সময়: শুক্রবার ফের ভেঙে পড়ল বিকাশ ভবনের কার্নিশের চাঙড়। এই নিয়ে গত দু’মাসে তিন বার কার্নিশ ভেঙে পড়ার ঘটনা বিকাশ ভবনে। এর আগে মার্চ মাসের শেষে এবং ১৫ মে বিধাননগরের এই গুরুত্বপূর্ণ সরকারি ভবনের চাঙড় ভেঙে পড়েছিল। ঝুঁকি এড়াতে শুক্রবার ৫ তলায় শিক্ষা দপ্তরের আইন ও সেকেন্ডারি বিভাগের একাংশ ঘিরে দিয়েছেন পূর্ত দপ্তরের কর্তারা। কারণ, ওই ঘরটির দেওয়ালও ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কা রয়েছে। এর জেরে জনা দশেক অফিসারের এই মুহূর্তে বসার জায়গা নেই।

PSC West Bengal : স্বামী বা স্ত্রী এক জনই তো! জানাতে হবে অফিসারদের
এদিন দুপুর দু’টো নাগাদ পাঁচ তলায় কার্নিশের প্রায় ১৭-১৮ ফুট অংশ ভেঙে নীচে পড়ে যায়। কেউ যদিও হতাহত হননি। প্রথমবার মার্চ মাসে কার্নিশ ভেঙে পড়েছিল নারী ও শিশু কল্যাণ দপ্তরের এক শীর্ষকর্তার গাড়ির উপর। গাড়িটির ভালোমতোই ক্ষতি হয়েছিল। গাড়িতে কেউ না থাকায় বড় বিপদ এ়ডানো গিয়েছিল। ১৫ মে দ্বিতীয় ঘটনায় চাঙড় খসে পড়ে অগ্নিনির্বাপণ দপ্তরের এক শীর্ষকর্তার গাড়িতে। সেই গাড়িতেও তখন কেউ ছিলেন না। বার বার এমন ঘটনায় বিকাশ ভবনের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Transport Department West Bengal : ১৫ বছরের পুরোনো সব গাড়ি বাতিলের নির্দেশ সমস্ত দফতরকে
পূর্ত দপ্তরের পদস্থ অফিসারেরা শিক্ষা দপ্তরে এসে দেওয়াল থেকে ৫-৬ ফুট দূরে আইন ও সেকেন্ডারি বিভাগের কিছুটা জায়গা ‘বিপজ্জনক অংশ’ বলে ঘোষণা করে টেপ দিয়ে ঘিরে দিয়েছেন। সেখানে বসা তো দূরের কথা, কেউ যেন পা-ও না রাখেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরের এক কর্তা জানিয়েছেন, শিক্ষা দপ্তরের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ বিভাগ এই ঘরটিতে রয়েছে। ওই বিভাগগুলিতে শিক্ষা দপ্তরের এক ডেপুটি সেক্রটারি, সিনিয়র ল অফিসার সহ আইন বিভাগের তিন আধিকারিক, সেকশন অফিসার-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীর টেবিল রয়েছে।

Die In Harness Rules in West Bengal : ডাই-ইন-হারনেসে চাকরি: বিতর্ক এড়াতে তথ্য ভাণ্ডার
পূর্ত স্থপতিরা চেষ্টা চালাচ্ছেন সপ্তাহান্তে ছুটির মধ্যেই সংস্কারের কাজ শুরু করতে। ঘরটির দেওয়ালে বসানো এসি মেশিনগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, এসি মেশিন চালু থাকলে দেওয়াল ভেঙে পড়লে বিদ্যুৎ বিপর্যয়ে আগুন লাগানোর আশঙ্কাও থাকছে। ঘরছা়ডা অফিসারদের একজনের আক্ষেপ, ‘একই সঙ্গে খণ্ডহর ও জতুগৃহে রয়েছি বলে মনে হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version