West Bengal News : দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে করণ বিলে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষ বেঁধে গেল। এর জেরে পুড়িয়ে দেওয়া হয় মাটি কাটার মেশিন। করা হয় বোমাবাজি। এই ঘটনায় আহত হয়েছেন মোট তিনজন। আহতরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

গতকালের পর আজ শনিবার সকালে গ্রামে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পরে গঙ্গারামপুর পুলিশ আধিকারিক দ্বীপাঞ্জন ভট্টাচার্য ও বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার। গ্রামবাসীদের অভিযোগ করণ বিলে বংশীহারী এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের সাতটি গ্রামের জল বর্ষাকালে জমা হয় এবং এই বিল থেকেই টাঙ্গান নদী হয়ে জল বেরিয়ে যায়।

Malda News : পুকুর জবরদখল নিয়ে ধুন্ধুমার কাণ্ড ইংরেজবাজারে, এলাকায় বসল পুলিশ পিকেটিং
যেভাবে উঁচু বাঁধ দেওয়া হচ্ছে সমগ্র বিলকে ঘিরে। তাতে আগামী বর্ষায় আর জল বেরোবে না নষ্ট হবে ফসলি জমি। এই বাঁধের বিরোধিতা করে গত ১৫ মে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে।

তারপর BDO, BLRO ও IC গ্রামবাসীদের সঙ্গে মিটিংয়ে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা হায়দার আলি, রমজান আলি, জাফর আলি ও আফসার আলি রাতে ও দিনে মাটি কাটার মেশিন লাগিয়ে বাঁধ নির্মাণের কাজ করছিল।

Abhishek Banerjee : নব জোয়ারে মেদিনীপুর সফরে অভিষেক, তার আগেই প্রকাশ্যে আদি বনাম নব্য সংঘাত!
সরকারি কোনও নির্দেশনামা তাদের কাছে নেই। শুধুমাত্র প্রভাব খাটিয়ে সরকারি বিলকে অধিকার করার অভিযোগ তৃণমূলের এই নেতাদের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাটি কাটার মেশিনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। যথেচ্ছ বোমাবাজি করা হয় বলে অভিযোগ। অবশ্য গ্রামবাসীরা দাবি করছেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙতেই এই চক্রান্ত করেছে দুষ্কৃতীরা।

এদিন পুলিশ ঘটনাস্থলে যেতেই ব্যাপক বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা তাদের দাবি বিল যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সরকারি ও রায়তী অধিকারী থাকা করণ বিল কার তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিলে মাছ চাষ করেন এবং তাদের জীবিকা অর্জনের অন্যতম পথ। এই বিল তৃণমূল নেতাদের প্রভাব খাটিয়ে তারা এই বিলের উপর বাঁধ দিচ্ছেন বলে অভিযোগ।

Nadia BJP Leader Death : হাঁসখালিতে বিজেপি নেতার রহস্যমৃত্যু, অভিযোগের তির তৃণমূলের দিকে
এতে তাদের রুটি রুজিতে টান ধরবে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের তরফ থেকে কোর্টে বিষয়টি নিয়ে মামলা হলে ১৪৪ ধারা এবং স্টে অর্ডার জারি হওয়ার পরেও কি করে রাতে এবং দিনে কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন তুলছে গ্রামবাসীরা।

এই বিষয়ে বিক্ষোভকারী সোনামণি টুডু বলেন, “এই বিল দিয়ে আমাদের বেশ কয়েকটি গ্রামের জল নামে। সেই বিলে অন্যায় ভাবে বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে জল নামার কোনও রাস্তা থাকছে না৷ যার ফলে যে কোনও সময় বন্যা দেখা দিতে পারে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতীরা বোমাবাজি করে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এর সঙ্গে গ্রামবাসীদের কোনও যোগ নেই।”

Murshidabad Medical College : রোগীকে অক্সিজেন দিতে চাপ-নার্সদের গালাগাল, একাধিক চিকিৎসককে মারধর
এই বিষয়ে অভিযুক্ত হায়দার আলি বলেন, “রায়তি সম্পত্তির উপরেই বাঁধ দেওয়া হচ্ছে। আমাদের কাছে বৈধ অনুমতি রয়েছে। সেই অনুমতিক্রমেই আমরা বাঁধ দিচ্ছিলাম। গতকাল রাতে হঠাৎই এলাকায় বোমাবাজি করা হয়। এবং আমাদের একটি মাটি কাটার মেশিনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমাদের বেশ কয়েকজন ঘটনায় আহত হয়েছে।”

এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, “এখন সকলেই তৃণমূলের কর্মী সমর্থক। কোথাও কিছু হলে পরেই তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হয়৷”

Hooghly News: গ্রাম পঞ্চায়েত অফিসে অগ্নিকাণ্ড! কোটি কোটি টাকার দুর্নীতি লুকোতেই আগুন বলে দাবি বিরোধীদের
অন্যদিকে এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “গতকাল একটি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি। আজ ওই এলাকা থেকে শব্দবাজির কিছু অংশ উদ্ধার হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version