বসিরহাটে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এবার তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে সাংসদকে নোটিশ ধরালেন BJP নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ‘বাঁশ নিয়ে তাড়া করুন…’ মন্তব্যের প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করা হবে সাংসদের বিরুদ্ধে, এমনটাই জানিয়েছেন এই BJP নেত্রী।

Nusrat Jahan : ‘ভোট চাইতে এলে বাঁশ নিয়ে তাড়া করুন’, বিরোধীদের আক্রমণে বিস্ফোরক নুসরত
ঠিক কী বলেছিলেন নুসরত জাহান?
সম্প্রতি বসিরহাটে সোলাদানা স্কুল মাঠে উপস্থিত হয়ে নুসরত জাহান বলেছিলেন, ” পঞ্চায়েত ভোটে বিরোধী যেই দল ভোট চাওয়ার জন্য আসুক তাঁদের বাঁশ এবং কঞ্চি নিয়ে তাড়া করবেন। বাংলার জন্য তাঁরা কোনও কিছু করেনি। ২০২১ সালের নির্বাচনে ২০০টি নৌকা ডুবেছে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে পুরো ডুববে।”

তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার বিষয়টি নিয়ে সাংসদকে নোটিশ পাঠালেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

Dilip Ghosh : ‘এগরায় মুখ্যমন্ত্রী যাবেন কোন হিম্মতে?’ কটাক্ষ দিলীপেরঠিক কী বলে হয়েছে ওই নোটিশে?
এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের আইনজীবী পৃথ্বীজয় দাশ বলেন, “২৩ মে নুসরত জাহান বলেছিলেন বিরোধীরা যদি ভোট চাইতে আসে সেক্ষেত্রে তাঁদের বাঁশ দিয়ে পেটাও। তিনি একজন সাংসদ। তাঁর কথার একটি গুরুত্ব রয়েছে। তাঁর মন্তব্যের পরের দিনই দেখা গিয়েছে ফলতা, ডায়মন্ড হারবারের তিন জন BJP কর্মীকে বাঁশ দিয়ে পেটানো হল। তাঁরা হাসপাতালে ভর্তি।”

তাঁর আরও মন্তব্য, “নুসরত জাহানের এই মন্তব্যের বড় প্রভাব পড়ছে। আর সেই কথা মাথায় রেখেই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে যদি তিনি ক্ষমা না চান সেক্ষেত্রে আইনি পদক্ষেপ করা হবে।”

Abhishek Banerjee : অভিষেককে ঘিরে বিক্ষোভ কুড়মিদের! কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এলেন তৃণমূল সাংসদ
ঠিক কী বলছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল?
এই প্রসঙ্গে BJP নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, “তিনি যা মন্তব্য করেছিলেন এর পরেই ডায়মণ্ড হারবারে অশান্তি হয়। তাঁকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি ক্ষমা না চান তাহলে আইনি পদক্ষেপ করব।”

আইনি চিঠি
ঠিক কী প্রতিক্রিয়া তৃণমূলের?
এই প্রসঙ্গে রাজ্য শাসক দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “এই সমস্ত চিঠি যদি তিনি দিলীপ ঘোষকেও দেন তাহলে ভালো হয়। কারণ বাঁশ কেটে রাখার নিদান প্রথম দিলীপ ঘোষ দিয়েছিলেন। ওঁদের নেতারাই এই ধরনের কথা বেশি বলে থাকেন। কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছোড়ার লাভটা কী! এটা মিডিয়াতে ভেসে থাকার জন্য তিনি করেছেন বলে মনে করি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version