আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতার তাপমাত্রা একধাক্কায় নেমেছে অনেকটাই। রবিবারও আংশিক মেঘলা তিলোত্তমার আকাশ। বিকেলের দিকে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
রবিবার ছুটির দিনে দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল- উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।
শুধু বৃষ্টিপাতই নয়, এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনও কিছুটা এক থাকবে পরিস্থিতি। জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
কিন্তু, মঙ্গলবার থেকেই বদলাতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। তাপমাত্রার পারদ বাড়তে পারে জেলাগুলিতে। ফের একবার ভ্যাপসা গরমের কারণে বাড়তে পারে অস্বস্তি।
এদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে হতে পারে বৃষ্টিপাত। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কিন্তু, ৩০ তারিখ উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পরিস্থিতি বজায় থাকবে ১ তারিখ পর্যন্ত। ওই দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা।
৪ জুন কেরালাতে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা। বঙ্গে কবে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু? আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও বঙ্গে বর্ষা প্রবেশের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।