কুড়মি ইস্যুতে বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের। দমন পীড়ন নীতি প্রয়োগ করা ঠিক হবে না। সবার সঙ্গে আলাপ আলোচনা করুন। মমতা অভিষেকে আস্থা রেখে বার্তা পার্থর। এদিন আদালত থেকে বেরোনোর পথে পার্থ বলেন, কুড়মিদের সঙ্গে একটা আলাপ-আলোচনা করুন। দমন-পীড়ন করা বোধহয় ঠিক হবে না। আমি মমতার প্রতি আস্থাশীল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল যে দমন-পীড়ন নীতির বদলে আলাপ আলোচনার মাধ্যমেই যেন তাঁরা এই সমস্যার সমাধান করেন।
Updated By: May 30, 2023, 06:41 PM IST