এই সময়: সাগরদিঘিতে ভোটে জেতার তিন মাসের মধ্যে বায়রন বিশ্বাস জোড়াফুল শিবিরে চলে যাওয়ায় কংগ্রেসের সঙ্গে জোট নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন সিপিএম কর্মী-সমর্থকরা। তাঁদের মনোভাবকে সমর্থন করছেন বাম শরিক নেতৃত্বও। যদিও আলিমুদ্দিন স্ট্রিট এখনই আগ বাড়িয়ে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতার লাইন থেকে সরে যেতে নারাজ। বরং তৃণমূল ও বিজেপির বিপরীতে ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট করার লাইনে হাঁটতে চাইছে তারা।

Suvendu Adhikari : লড়াই নয়, তৃণমূলের সঙ্গে সেটিং করেছিল বাম-কংগ্রেস: শুভেন্দু
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বায়রন তৃণমূলে যোগ দেওয়ার পর সামাজিক মাধ্যমে সিপিএমের নিচুতলার কর্মীরা প্রশ্নের পাশাপাশি ক্ষোভও উগড়ে দিতে শুরু করেছেন। বাম কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে থাকা ‘বামেদের লড়াই জারি থাকবে’ ‘মীনাক্ষীর পাশে বাংলা’ ‘আমরা বামফ্রন্ট’ ‘শূন্য থেকে শুরু’ —এরকম ফেসবুক পেজগুলিতে আসন্ন ত্রিস্তর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিরোধিতাও শুরু হয়েছে।

Bairon Biswas : কথা দিয়েও রাখলেন না! বাড়ি থেকে ২০০ কিমি দূরে অভিষেকের হাতে জার্সি বদল বাইরনের
একাধিক বাম সমর্থক সোজাসাপটা লিখেছেন, ‘কাস্তে-হাত আর নয়। এবার সময় এসেছে একলা চলার’। ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়ে কতজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে গিয়েছেন সেই তালিকা তুলে ধরে একলা চলার পক্ষে সওয়াল করেছেন তাঁরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের সমর্থনে জয়ী কংগ্রেস প্রার্থীরা যে তৃণমূলে চলে যাবে না, তার কি নিশ্চয়তা রয়েছে সেই প্রশ্ন তুলেছেন সিপিএম কর্মীরা। কংগ্রেসের জায়গায় নওশাদ সিদ্দিকির উদাহরণ দিয়ে আইএসএফ-কে অনেক নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি বলে মনে করছেন তাঁরা।

Mamata Banerjee Bayron Biswas: ‘বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে আমি কিছু জানি না…,’ মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো
নওশাদ গ্রেপ্তার হয়েও নিজের অবস্থান থেকে সরে যাননি বলে বাম সমর্থকদের পর্যবেক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে যদি একান্ত সমঝোতা করতেই হয় তা হলে সংখ্যাগরিষ্ঠ আসনে বামদের প্রার্থী দেওয়া উচিত বলে সওয়াল করছেন নিচুতলার সমর্থকরা। তবে এই মনোভাবের আঁচ পেলেও আলিমুদ্দিন স্ট্রিট এখনই রাজনৈতিক রণকৌশল বদল করতে নারাজ। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ির কথায়, ‘বায়রন বিশ্বাস তৃণমূলে গেলেও ভোটাররা যাননি।

Adhir Ranjan Chowdhury on Bayron Biswas : ‘মানুষের রায়কে পদাঘাত করল তৃণমূল’, বাইরন হাতছাড়া হওয়ায় আক্রমণ অধীরের
মানুষ ওখানে তৃণমূল-বিজেপির বিরুদ্ধেই রয়েছেন। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিরোধিতা করে অনেকে ব্যক্তিগত অভিমত প্রকাশ করছেন, কিন্তু এটা দলের অবস্থান নয়।’ সিপিএম রাজনৈতিক লাইন বদল করতে না চাইলেও নিচুতলার মনোভাব যথার্থ বলে মনে করছেন আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য।

Bayron Biswas Joins TMC: তিন মাসের মধ্যে ডিগবাজি বাইরনের, তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন সাগরদিঘির কংগ্রেস কর্মীরা
তাঁর কথায়, ‘বাম কর্মী-সমর্থকরা অযৌক্তিক কোনও প্রশ্ন তুলছেন না। কংগ্রেসকে কতটা নির্ভর করা যায় এই প্রশ্ন আমাদের মধ্যেও রয়েছে।’ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘নিচুতলার কর্মীদের এই আবেগকে অস্বীকার করা যায় না। আবার রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই রণকৌশল ঠিক করতে হয়।’ অন্যদিকে এদিন সাগরদিঘিতে সিপিএমের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। সেখানে বায়রনকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নতুন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version