বোমা বিস্ফোরণে ঘটনা থামতেই চাইছে না রাজ্যে। এবার নদিয়ায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। কী করে ওই বাড়িতে বোমা এল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সদস্যর ভাগ্নির বাড়িতে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ সহ বেশ কিছু অংশ। ক্ষতিগ্রস্ত আশেপাশের বাড়িও। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার মহেশ নগরে। বোমার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা।

Nadia Incident: পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু কিশোরের, গ্রেফতার চালক
হাতিশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য মতিন শেখের ভাগ্নির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ জানা না গেলেও গোটা বাড়ি থেকে ইতিমধ্যেই পুলিশ ঘিরে রেখেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা মজুদ রাখার অভিযোগ তুলেছে বিরোধীরা।

Nadia News : দশহরা উপলক্ষ্যে নবদ্বীপে ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি কিশোরের, শোকের ছায়া এলাকায়
যদিও ঘটনাস্থল এখনও বোমা পড়ে আছে বলে অভিযোগ। স্থানীয় সূত্র খবর, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত এই মতিন শেখ। তার বাড়ি লাগোয়া, তার ভাগ্নির বাড়িতে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা বিস্ফোরণে হতাহত আছে কিনা তাও এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

Nadia News : ‘সম্মানহানি হচ্ছে…!’ সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাকাশিপাড়ার পুলিশকর্মী, রহস্য
এগরার বাজি কারখানার ঘটনা নাড়িয়ে দেয় গোটা রাজ্যকে। খাদিকুল গ্রামের ওই ঘটনায় নিজের ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় পুলিশ প্রশাসনের উপর চূড়ান্ত সমালোচনা শোনা যায় স্থানীয় বাসিন্দাদের তরফে। এর মধ্যে একাধিক জেলা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে প্রতি নিয়ত।
নদিয়ার ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে কী ভাবে বোমা মজুত রাখা হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পরে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই তৃণমূল পঞ্চায়েত সদ্যসের।

Nadia News: ‘গোরুচোর’ কে বাঁচাতে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ! মৃত ১

মে মাসেই বীরভূমে একই রকমের ঘটনা ঘটে। দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের ঘোরাপাড়া গ্রামের বাসিন্দা শেখ বাড়ির ছাদে নাকি বোমা মজুত করে রাখা ছিল বলে অভিযোগ করা হয়। সেই বোমা থেকে বিস্ফোরণ ঘটেছে তাঁর বাড়িতে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল বিস্ফোরণে বিকট শব্দে পাশের বাড়ির এক শিশু অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version