জুন মাসের শুরু থেকেই চালু করে দেওয়া হল আলিপুরদুয়ার জেলার সেচ দফতরের কন্ট্রোল রুম। ১ জুন থেকে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম চালু করে দেওয়া হল। বর্ষা আসার আগেই আগামী দিনে বন্যা পরিস্থিতির উপর নজর রাখার জন্য আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করল সেচ দফতর। আলিপুরদুয়ার জেলায় তোর্সা, রায়ডাক, কালজানি, নোনাই, চেকো, জয়ন্তী একাধিক পাহাড়ি নদী বর্ষার মরশুমে ফুলে ফেঁপে ওঠে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হয় জেলা প্রশাসনকে। সে কারণে চলতি বছরের বর্ষার আগেই প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। জুন মাস থেকে জরুরি কারণ ছাড়া সেচ দফতরের কর্মীদের ছুটি নেওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Alipurduar News : পচা-বাসি খাবার দেদার বিকোচ্ছে হোটেলে, বিক্রেতার সামনেই সব রাস্তায় ছুঁড়লেন মহকুমা শাসক
সেচ দফতরের কন্ট্রোল রুম থেকে আগামী দিনে জেলার গুরুত্বপূর্ণ জায়গা গুলির উপর নজর চালাবেন। পাশাপাশি, সর্বক্ষণের জন্য নজরে রাখা হবে আবহাওয়া দফতরের নির্দেশিকাও। কোথাও কখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কোন নদীর জলস্তর কতোটা রয়েছে, সে ব্যাপারে দৈনিক নজরদারি চলবে বলে জানানো হয়েছে।

Alipurduar District Hospital : হাতে লেখা প্রেসক্রিপশনের দিন শেষ? আলিপুরদুয়ার হাসপাতালে চালু অভিনব পরিষেবা
আলিপুরদুয়ার সেচ দফতরের এক অধিকর্তা জানিয়েছেন, ১ জুন থেকেই এ বছর বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করে দেওয়া হল। ২৪ ঘণ্টার জন্য এই কন্ট্রোল রুম চালু রাখা হবে। আলিপুরদুয়ারের চারিদিকে জড়িয়ে থাকা নদী গুলির গতিবিধির উপর নজর রাখা হবে।
শীতের সময় নদী গুলি গতি হারালেও বর্ষার শুরু থেকেই সেগুলি খরস্রোতা হতে শুরু করে দেয়। সেক্ষেত্রে হঠাৎ কয়েকদিনের মুষল ধারার বৃষ্টিতেই ভয়ঙ্কর আকার ধারণ করে নদী গুলি। দুকূল ছাপিয়ে প্লাবিত হয় একাধিক এলাকা। ভেসে যায় ঘরবাড়ি, চাষ জমি। গত বছরের জেলার একাধিক জায়গায় সংকট জনক পরিস্থিতি তৈরি হয়েছিল।

Alipurduar News : মাকে হারিয়ে দলছুট হস্তিশাবক! বন দফতরের প্রচেষ্টায় উদ্ধার
শহরকে ঘিরে রয়েছে কালজানি, ডিমা, নোনাই নদীর উপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি, নদী বাঁধ গুলিও পর্যবেক্ষণে রাখা হচ্ছে নিয়মিত। ১ জুন থেকে যেহেতু সরকারি হিসাবে বর্ষার শুরু ধরে নেওয়া হয়, সে কারণেই কন্ট্রোল রুম চালু করে দেওয়া হল বলে জানানো হয়েছে।

Alipurduar News: ৫ দিনের অপেক্ষা শেষে সন্তান এল মায়ের কোলে!

বর্তমানে নদীর জল তলানিতে বইছে। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। তবে অক্টোবর মাস পর্যন্ত যে কোনও নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে হয় সেচ দফতরের। চলতি বছরে তাই আগাম সতর্কতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version