প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আবেদন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় তৈরি হওয়া ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের প্রতিষ্ঠানের শিক্ষাগত ছাত্র-ছাত্রীদের বিস্তারিত নথি ছবিসহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম সরকারি বিভাগে নথিভুক্ত করা হয়নি অবিলম্বে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে। যাতে তাঁদের পরবর্তীকালে নিয়োগের ক্ষেত্রে নথিভুক্ত ছাত্র ছাত্রী হিসেবে তারা গণ্য হন।

Calcutta High Court : নিয়ম ভেঙে অভিষেকের মিছিল! আদালতে জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় উল্লেখ করে ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশিত করে পর্ষদ। প্রাথমিক পর্ষদের সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। ইতিমধ্যেই সেই অনুমতি দেওয়া হয়েছে। মামলায় সংযুক্ত সকল পক্ষের উপস্থিতিতে বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন করতে গেলে ডিএলএড পরীক্ষা দেওয়া প্রয়োজন। তবে এনসিটিই-র নয়া নিয়ম মোতাবেক যদি কোনও প্রার্থী বিএড করে সেক্ষেত্রে তিনিও প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
Justice Abhijit Gangopadhyay: বনসহায়ক পদে ২ মাসের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ, চাকরিহারাদের নিয়েও বড় সিদ্ধান্ত
ডিএলএড কোর্সটির সম্পূর্ণ নাম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এই কোর্সটি দুই বছরের। মোট চারটি সেমিস্টারে ডিএলএড করা সম্ভব। যে চাকরিপ্রার্থীরা শিক্ষক হতে চান, তাঁদের জন্য এই কোর্স অত্যন্ত জরুরি বলে জানা যাচ্ছে।

এই কোর্সে ভর্তির জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পাশ করতে হবে। এক্ষেত্রে নম্বর থাকতে হবে ৫০ শতাংশ। তবে SC, ST এবং বিশেষ কিছু ক্ষেত্রে নম্বরে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়ে থাকে।

Suvendu Adhikari : মালদায় শুভেন্দুর সভা অনুমতি পেল না আদালতে
অন্যদিকে, অপর একটি মামলায় মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। হাওড়া থেকে সিপিএমের মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। এবার এই প্রসঙ্গে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিআইএম।

৫ তারিখ সোমবার কাজীপাড়া থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করতে চায় সিপিআইএম। ১৫ দিন আগে আবেদন করা হলেও পাওয়া যায়নি অনুমতি। মিছিল করতে চেয়ে আবেদন জানিয়ে এদিন কলকাতা হাইকোর্টে করা হয়েছে আবেদন। জানা গিয়েছে, মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় এর অবকাশকালীন বেঞ্চ। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আদালত এই মিছিলের জন্য অনুমতি দেয় কিনা সেই দিকে নজর থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version