এই সময়: এক হোয়াটসঅ্যাপ চ্যাট-ই সামনে এনে দিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভূমিকা। বুধবার ব্যাঙ্কশাল আদালতে সুজয়কে হাজির করানো হয়। সেখানেই ইডি দাবি করে, প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়োগের বিষয়ে নিয়মিত হোয়াটসঅ্যাপ চ্যাট করতেন কাকু। তিনিই ঠিক করে দিতেন কে চাকরি পাবেন, কে পাবেন না, তাও।

Kalighater Kaku Arrest : ইডি আধিকারিকদের সামনে ‘চিৎকার’, তদন্তে অসহযোগিতা! কেন গ্রেফতার ‘কালীঘাটের কাকু’?
পাশাপাশি ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতের কাছে অভিযোগ করেন, ‘মানিক ভট্টাচার্যের সঙ্গে সুজয়কৃষ্ণের যে কথা হয়েছিল তার অধিকাংশই মুছে ফেলা হয়েছে। যারমধ্যে রয়েছে নিয়োগ প্রার্থীদের অ্যাডমিট, মার্কশিট সংক্রান্ত বিষয়ও। রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ারকে এসব মোবাইল ডেটা মুছে ফেলার জন্য ব্যবহার করেন সুজয়।’

অন্যদিকে, কালীঘাটের কাকুর আইনজীবী সেলিম রহমান বিচারককে বলেন, ‘বেআইনিভাবে আমার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোন থেকে যে তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে, তার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা যায় না।’ এতদিন সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও এদিন নতুন করে কিছু বলেননি সুজয়। তবে ইডির কাছে তিনি বারবার দাবি করেছেন, ‘আমি কিছুই জানি না।’

Kalighater Kaku : ED স্ক্যানারে ‘কালীঘাটের কাকু’! সুজয়কৃষ্ণকে CGO-তে হাজিরার নির্দেশ
ইডির দাবি, নিয়োগ মামলার তদন্তে নেমে তারা ইতিমধ্যেই জানতে পেরেছে, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আদায় করা ৭০ লক্ষ টাকা কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দিয়েছিলেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এরপর কাকুর নির্দেশেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ১০ লক্ষ টাকা দেন কুন্তল। এদিন আদালতে কাকুর এই ভূমিকার কথাই তুলে ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই টাকা আর কার কার কাছে পৌঁছত তা জানার জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশও দেন বিচারক।

এদিকে, কালীঘাটের কাকু যেখানে থাকেন, সেই বেহালার একটি ক্লাবের নির্বাচনে জিততেও তিনি প্রভাব খাটান বলেও অভিযোগ উঠেছে। ভোটের বিনিময়ে ওই এলাকার এক যুবককে সরকারি চাকরির টোপ দেওয়া হয়। এদিন সেই অভিযোগ মেনে নিয়েছেন চাকরি প্রাপক যুবকও। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ক্লাবে ভোট দেওয়ার বিনিময়ে জলসম্পদ দপ্তরে চাকরি মিলেছিল তাঁর। বিষয়টি জানতে পেরে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইডি।

Kalighater Kaku Latest News: মুখে কুলুপ, ২৪ ঘণ্টারও বেশি সময় কিছুই খাননি ‘কালীঘাটের কাকু’
এদিন ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয় সুজয়কৃষ্ণকে। তবে গ্রেপ্তারির পর থেকেই কোনও প্রশ্নের ঠিকঠাক জবাব কালীঘাটের কাকু দিচ্ছেন না বলে এদিন দাবি করেন তদন্তকারীরা। এমনকী, জেরা এড়ানোর জন্যই গত ২৪ ঘণ্টায় তিনি কিছু খাননি বলেও আদালতকে জানান ইডির আইনজীবী। বিচারক বলেন, ‘খেতে না চাওয়ার স্বাধীনতা ওঁর আছে। তবে তদন্তের স্বার্থে এবং পরিবারের জন্য সুস্থ থাকাটা জরুরি।’

Kalighater Kaku Arrest : রয়েছে একাধিক তথ্য প্রমাণ? কালীঘাটের কাকুর ১৪ দিনের ইডি হেফাজত মঞ্জুর
এদিনের সওয়াল-জবাবে সুজয়ের আইনজীবী দাবি করেন, ‘তল্লাশি চালিয়ে আমার মক্কেলের কোনও সম্পত্তির হদিশ পাওয়া যায়নি।’ পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা সিবিআই এবং ইডির মধ্যে গ্রেপ্তারি নিয়ে যে রেষারেষি চলছে সেই অভিযোগও করেন সেলিম। তিনি আদালতকে বলেন, ‘ আমার মক্কেল হার্টের রোগী। তাঁর স্ত্রীও চোখ, স্নায়ু-সহ নানা রোগে আক্রান্ত।

Kalighater Kaku Arrest: নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর নাম এল কী ভাবে? সুজয়ের সুজন খুঁজছে ED
মেয়ে বিবাহিত। ফলে বাড়িতে স্ত্রীকে দেখার মতো কেউ নেই। সুতরাং, যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক।’ ইডির তরফে পাল্টা দাবি করা হয়, সুজয়কৃষ্ণ জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে। তাছাড়া, নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গিয়েছে তা জানার জন্য সুজয়কৃষ্ণকে হেফাজতে নেওয়াও প্রয়োজন। দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক সুজয়কৃষ্ণকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version