Trinamool Congress : বীরভূম জেলার পাড়ুই এলাকা। বেশ কয়েকমাস ধরে রাজনৈতিকভাবে উত্তপ্ত রয়েছে এই এলাকা। দেখা দিয়েছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বও। কিছুদিনের মধ্যে ফের অশান্ত হল পাড়ুই। মারধর ও ভাঙচুরের অভিযোগও উঠল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পাড়ুই থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ বোলপুর বিধানসভার অন্তর্গত পাড়ুই থানার সত্তর গ্রাম পঞ্চায়েতে বাম ও কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অশান্তি ছড়ায় পাড়ুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙ্গার গ্রামে।

Trinamool Congress : ক্লাব দখলকে ঘিরে অশান্তি বাঁধানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে! পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল। তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পাড়ুই থানার রায়পুরপুকুর গ্রামে একটি টোটোতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বেশ কিছু কংগ্রেস ও বাম কর্মীকে মারধর করার অভিযোগও উঠেছে।

Murshidabad TMC : কৃষ্ণ জেলে, এলাকায় তুমুল গোষ্ঠী সংঘর্ষ! বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী
কংগ্রেস নেতা কাজী নুরুল হুদা সত্তর গ্রামে পৌঁছলে তাঁকে ধাওয়া করে গ্রাম ছাড়া করা হয় বলে অভিযোগ। এরপরই ঘটনাস্থলে পাড়ুই থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের ঘটনাস্থলে আসেন বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল। যদিও শেষমেষ বাম কংগ্রেস কর্মীরা পঞ্চায়েতে কোনওরকম স্মারকলিপি জমা দিতে পারেনি বলে অভিযোগ।

TMC Clash : গোষ্ঠীকোন্দলের জেরে মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুন! আতঙ্ক এলাকায়
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিরোধীরা এলাকা অশান্ত করতে এই ধরনের চক্রান্ত করছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে এক তৃণমূল নেতা জানিয়েছেন, “বিরোধীদের ওপর কোনও হামলা করা হয়নি। এমনকি কোনও তৃণমূল কর্মী কোনও উসকানিও দেননি। ওদের কোনও লোকবল নেই।

Paschim Medinipur News : ৫ হাজার টাকা নিয়ে বরযাত্রীদের সঙ্গে বৃহন্নলা দলের তুমুল অশান্তি, বাস ভাঙচুর খড়গপুরে
স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় কোনও লোকই পায়নি। তাই এসব ঝামেলা নিজেরাই পাকিয়ে তৃণমূলের নামে দোষ দিচ্ছে”। এদিকে, কংগ্রেস নেতা কাজী নুরুল হুদা সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেছেন, “নোংরা রাজনীতি শুরু করেছে তৃণমূল।

Arabul Islam :‘তৃণমূলের নামে বাজে কথা বললে তাঁর হাত পা গুঁড়ো করে দিতে হবে!’ বেলাগাম আরাবুল
ওরা চায় শুধু ওরা একাই থাকবে। আর কোনও দল থাকবে না। এটা শুধু একটা স্মারকলিপি জমা দিতে যাওয়ার কর্মসূচি চিল। তাতেই যদি এরকম হামলা করে তাহলে পঞ্চায়েত ভোটে কি হতে চলেছে সেটা মানুষের ভেবে দেখা দরকার।

নিজেদের দুর্নীতি ঢাকতে বিরোধী দলগুলির ওপর এই নির্লজ্জ আক্রমণ করছে তৃণমূল”। গতকাল তৃণমূলের হামলার জেরে বেশ কয়েকজন বাম ও কংগ্রেস কর্মী জখম হয়েছেন বলে জানিয়েছেন কাজী নুরুল হুদা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version