মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার কোতোয়ালিতে। মৃত মহিলার নাম লক্ষ্মী মাঝি(৫৫)। বাড়ির পাশের জমিতেই মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার কর হয় ওই মহিলার। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সৎ মাকে খুন করে মৃতদেহ মাটিতে পুঁতে দেবার অভিযোগ উঠেছে তাঁরই সৎ মেয়ের বিরুদ্ধে। ঘটনার তদন্তে কোতয়ালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের জমিদারপাড়া এলাকায়।

Jalpaiguri News : ফের হাতির হানায় মৃত্যু, প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ জলপাইগুড়িতে
অভিযোগ, জমিদার পাড়ার বাসিন্দা লক্ষ্মী মাঝিকে কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছিলেন না। এমনকি বাড়িতেই তাঁর কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে সন্দেহের দাঁনা বাঁধে স্থানীয়দের। এরপরেই কোতয়ালি থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

West Bengal Trending News : চুরি করতে এসে খিদেয় পেট চুঁইচুঁই! চোরকে থালা সাজিয়ে জামাই আদর গৃহকর্ত্রীর
শুক্রবার দুপুরে কোতয়ালি থানার আইসির নেতৃত্বে বিরাট বাহিনী এসে লক্ষ্মী দেবীর বাড়িতে তল্লাশি চালায়। এরপর বাড়িতে ঢোকার পরে গন্ধ ছড়ায়। লক্ষ্মী দেবীর সৎ মেয়ে পিঙ্কিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পিঙ্কি জানায়, তার সৎ মা অসুস্থ ছিল। মারা যাবার পর কাউকে না জানিয়েই বাড়ির এক কোণায় পুঁতে দিয়েছে।
পিঙ্কির দেখানো জায়গাতেই পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করা হয়। এদিকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অসীম রায় বলেন, “বিরাট একটা অপরাধ সংগঠিত হয়েছে। আমরা চাই পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।” কোতোয়ালি থানার আইসি বলেন, “মাটি খুড়ে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

Jalpaiguri Hospital : বন্ধ USG, ছুটিতে ৩ রেডিওলজিস্ট! সরকারি হাসপাতালে ভয়াবহ অবস্থায় রোগীরা
স্থানীয় বাসিন্দারা জানায়, ওই বৃদ্ধার উপর প্রতিদিন অত্যাচার করতো তাঁর সৎ মেয়েরা। মাঝেমধ্যেই বিরোধ লেগে থাকত তাঁদের মধ্যে। গত দুদিন ধরে ওই মহিলার কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এমনকি বাড়ির ভেতরেও ওই মহিলাকে দেখতে পাওয়া যায়নি বলে জানায় স্থানীয় বাসিন্দারা। এরপরেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা পুলিশে খবর দেন।

Jalpaiguri : ব্যাংকে টাকা তুলতে গিয়ে উধাও গৃহবধূ

স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত সরকার বলেন, ” মহিলাকে মারধর করা হতো, উনি চিৎকার-চেঁচামিচি করতেন আমরা শুনতে পেতাম। শেষ দুদিন ধরে দেখা যায় না ওই মহিলাকে। এরপর পাড়ার লোকজন থানায় জানিয়ে আসে। আজকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে ওই মহিলার।” ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। নিজের মাকে মেরে এভাবে বাড়ির পাশে জমিতে পুঁতে দেওয়ার ঘটনায় হতবাক সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version