আম্বানি পরিবারে (Mukesh Ambani) ফের খুশির হাওয়া। আবারও একবার দাদু হয়েছেন মুকেশ আম্বানি। বুধবার আকাশ ও শ্লোকার কোল আলো করে এসেছে ছোট্ট মেয়ে। আকাশ ও শ্লোকার এটি দ্বিতীয় সন্তান। এর আগে 2021 সালের 31 ডিসেম্বর প্রথম ছেলের জন্ম হয়েছিল দম্পতির। কন্যাকে কোলে নিয়ে বাড়ি ফিরলেন শ্লোকা। আমাদের লেন্সবন্দি সেই ছবি।