আমাকে গ্রেফতার করুন, আমার স্ত্রীকে গ্রেফতার করুন। কিন্তু তাও আমি মাথা নোয়াব না। আমি চ্যালেঞ্জ করছি – স্ত্রীকে ইডির তলবের বিরুদ্ধে হুঙ্কার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার রাতে অভিষেক বলেন, ” আমি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আমাকে গ্রেফতার করুন, আমার স্ত্রীকে গ্রেফতার করুন। আমি প্রধান মন্ত্রীর চেয়ারকে সম্মান জানিয়ে বলছি। আমি চ্যালেঞ্জ করছি, গ্রেফতার করুন। কিন্তু তাও আমি মাথা নোয়াব না। দিল্লির কাছে আমি মাথা নোয়াব না।”

Abhishek Banerjee : &amp#39;অভিমানী&amp#39; ত্বহা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, হুগলি সফরে সাংসদ
প্রসঙ্গত, এদিন সকালে অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমান বন্দরে আটকান হয় বলে অভিযোগ। এরপর জানা যায়, আগামী ৮ জুন তাঁকে ইডি তলব করেছে। বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানান, আগামী ৮ জুন ইডির জেরার মুখোমুখি হবেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৫০০ গ্রাম সোনা তো দূরের কথা, তাঁর স্ত্রীর কাছ থেকে ৫ গ্রাম সোনা পায় যায়নি। তাঁর কথায়, বিমান বন্দরে কয়েকশো সিসিটিভি রয়েছে। অথচ কোনও ফুটেজ সামনে আনতে পারেনি। সেক্ষেত্রে বিমান বন্দরে সিসিটিভি এবং নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় জওয়ানদের হাতে থাকে। তাও কোনও প্রমাণ সামনে আনা হল না কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Abhishek Banerjee : যুবরাজের মৃগয়া! অভিষেকের নব জোয়ারের আগেই বিরোধীদের কটাক্ষে আরামবাগে &amp#39;তাঁবু বিভ্রাট&amp#39; তুঙ্গে
বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে রয়েছে। ছুটি থাকার জন্য এখনই তাঁর কাছে আবেদন করা হচ্ছে না। অবসর উঠলেই তাঁর কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Hooghly TMC : &amp#39;সব জেলাকে ছাপিয়ে যাবে!&amp#39; হুগলিতে অভিষেকের নবজোয়ারে জনপ্লাবনের ভবিষ্যতবাণী মন্ত্রী বেচারামের
মূলত তাঁর নব জোয়ার কর্মসূচিতে বানচাল করতেই এই রকম কাণ্ড ঘটানো হচ্ছে বলে জানান তিনি। তাঁর কথায়, নন্দীগ্রামে পদযাত্রা করেছি বলে এই পুরস্কার পেলাম। এরকম পদযাত্রা করার বা রাজনৈতিক ভাবে লড়ার ক্ষমতা নেই, সেই কারণে তাঁকে এবং তাঁর স্ত্রীকে বারংবার তলব করা হচ্ছে বলে দাবি করেন তিনি। সেই কারণে এর সামনে তিনি মাথা নোয়াবেন না বলেই জানান অভিষেক।

Nandigram: ‘ভাইপো চোর’, জাতীয় ও রাজ্য সড়কে স্প্রে-কালারে লেখা

অভিষেক বলেন, “আমাকে গ্রেফতার করলেও আমি মানুষের জন্য লড়ে যাব। আমি দিল্লির কাছে মাথা নত করবো না। আমার গলা কেটে দিলেও আমার গলা থেকে জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বের হবে।” এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তিনি। তাঁর বক্তব্য, সারদা থেকে নারদা একাধিক কেসে বিরোধী দলনেতা যুক্ত থাকলেও তাঁদের তলব করা হচ্ছে না। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এরকম করা হচ্ছে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version